রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশ
(last modified Sun, 09 May 2021 05:58:24 GMT )
মে ০৯, ২০২১ ১১:৫৮ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশ

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

গত ২২ মার্চ ঘোষিত গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানের ভূমিকা শীর্ষক প্রতিযোগিতায় শ্রোতাদের অংশগ্রহণ ছিল যথেষ্ট উৎসাহব্যঞ্জক। যে কারণে আমরা প্রবন্ধ জমাদানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। এরপরেও কেউ কেউ নির্ধারিত সময়ের পর লেখা পাঠান। তাদের লেখা প্রতিযোগিতার অন্তর্ভূক্ত করা হয়নি। তবে ওয়েবসাইটে প্রকাশ ও প্রিয়জন অনুষ্ঠানে প্রচার করা হবে।

বহু কাঙ্ক্ষিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশ, ভারত, ইরান ও সৌদি আরবের ৩৬ জন প্রতিযোগী। দুইজন নিরীক্ষক পৃথকভাবে মূল্যায়ন ও নম্বর প্রদানের পরে আমরা নম্বরগুলোকে একত্রিত করে পুনঃনিরীক্ষণের জন্য তৃতীয় নিরীক্ষকের কাছে পাঠাই। তৃতীয় নিরীক্ষকের মূল্যায়নের পরে আমরা ফলাফল প্রস্তুত করি। সে কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে।

অংশগ্রহণকারীদের অনেকেই ফলাফল কবে প্রকাশ হবে তা অধীর আগ্রহে জানতে চেয়েছেন। আমরা তাঁদের এই আগ্রহ, উৎসাহ-উদ্দীপনাকে স্বাগত জানাই এবং ধৈর্যধারণের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। 

বিজয়ীদের তালিকা

ক্রমিক

নাম

ঠিকানা

স্থান

০১

মোঃ আব্দুস সেলিম

ঝিনাইদহ

 প্রথম

০২

নাজিমউদ্দিন

মুর্শিদাবাদ

দ্বিতীয়

০৩

শরিফা আক্তার পান্না

কিশোরগঞ্জ

তৃতীয়

০৪

মোঃ মোখলেসুর রহমান

কুষ্টিয়া

চতুর্থ

০৫

আবু তাহের

চাঁপাইনবাবগঞ্জ

পঞ্চম

বিশেষ পুরস্কার

০১

মোঃ শাহাদত হোসেন

কিশোরগঞ্জ

বিশেষ পুরস্কার

০২

রুশিয়া জামান রত্মা

মানিকগঞ্জ

বিশেষ পুরস্কার

০৩

নাজমুল হক

ইরান

বিশেষ পুরস্কার

০৪

শাওন হোসাইন

রাজবাড়ী

বিশেষ পুরস্কার

০৫

নিজামুদ্দিন সেখ

মুর্শিদাবাদ

বিশেষ পুরস্কার

০৬

তরুণ মৈত্র

মুর্শিদাবাদ

বিশেষ পুরস্কার

০৭

হারুন অর রশীদ

জামালপুর

বিশেষ পুরস্কার

 

পুরস্কার ও লেখা সংক্রান্ত ঘোষণা

  • প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীসহ বিজয়ী ১২ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এছাড়া, অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হবে।
  • বিজয়ীসহ মনোনীত ২০ জনের প্রবন্ধ রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।
  • অংশগ্রহণকারী সবার লেখা চিঠিপত্রের আসর প্রিয়জনে প্রচার করা হবে।
  • পুরস্কার ও সনদ বিতরণের তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ