করোনা ভাইরাসের ভ্যাকসিন "কভিরান বারাকাত" উদ্বোধন করল ইরান
মে ১২, ২০২১ ১৬:৩০ Asia/Dhaka
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রথমবারের মত করোনা ভাইরাসের ভ্যাকসিন "কভিরান বারাকাত" উদ্বোধন করেছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের উৎপাদিত কভিরান বারাকাত ভ্যাকসিনটি ব্রিটিশ প্রজাতির করোনা ভাইরাসের বিরুদ্ধেও কার্যকরী। ইরানের করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড. হাসান জালিলি বলেছেন, পরীক্ষা করে দেখা গিয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালে যাদেরকে কভিরান বারাকাত ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের ব্লাড প্লাজমা ব্রিটিশ প্রজাতির ওই করোনাভাইরাসকে সম্পূর্ণভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/আবুসাঈদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।