মে ১৩, ২০২১ ০৪:৫৭ Asia/Dhaka
  • ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো বার্তায় গোটা মুসলিম উম্মাহকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তায় তিনি আশা প্রকাশ করে বলেছেন, পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতির বন্ধন আগের চেয়ে বেশি শক্তিশালী হবে।

প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেন, ঈদুল ফিতর হচ্ছে সেইসব মুমিন মুসলমানের ঈদ যারা এক মাস সিয়াম সাধনা করে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, আল্লাহ তায়ালার প্রিয় বান্দায় পরিণত হয়েছেন এবং নিজেদেরকে পবিত্র করে নিয়েছেন।

এ বছরের পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের বরকতে গোটা বিশ্ব থেকে করোনাভাইরাস নামক মহামারি উঠে যাবে বলেও বার্তায় আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তর থেকে বুধবার রাতে ঘোষণা করা হয়, দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাজেই আজ (বৃহস্পতিবার) ইরানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ