সমগ্র ইরান জুড়ে ইসরাইল বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/iran-i91860-সমগ্র_ইরান_জুড়ে_ইসরাইল_বিরোধী_বিক্ষোভ_ও_প্রতিবাদ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানসহ ইরানের প্রায় সব শহরগুলোতে ব্যাপকহারে বিক্ষোভ হচ্ছে। ইরানি বিক্ষোভকারীরা সাথে সাথে ইসরাইলের পতাকায় আগুন দিয়ে নিজেদের বিক্ষোভকে প্রকাশ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০২১ ১৭:২০ Asia/Dhaka

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানসহ ইরানের প্রায় সব শহরগুলোতে ব্যাপকহারে বিক্ষোভ হচ্ছে। ইরানি বিক্ষোভকারীরা সাথে সাথে ইসরাইলের পতাকায় আগুন দিয়ে নিজেদের বিক্ষোভকে প্রকাশ করছে।

ফিলিস্তিনের সমর্থনে এদেশের জনগণের সাথে সংহতি জানিয়ে ইরানের সব শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ইরানি জনগণ। তারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনি শিশু-হত্যার বিচার দাবী করছে। তারা আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশে "ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক"  স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।