মে ২০, ২০২১ ০৮:১৮ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তাতে ভালো উন্নতি হয়েছে তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। 

আব্বাস আরাকচি জানান,  এই সমস্ত  অমীমাংসিত বিষয় নিয়ে পরামর্শের জন্য  আলোচনায়  অংশ নেয়া কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন।  গতকাল (বুধবার) আব্বাস আরাকচি সাংবাদিকদের আরো জানান, গত দুই সপ্তাহের আলোচনার পর যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে তার সমাধান হবে এবং পরবর্তী দফা আলোচনায় একটা উপসংহারে পৌঁছানো সম্ভব হবে।

ইরানের এ আলোচক বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা প্রতিষ্ঠা হয়েছে এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে খসড়া তৈরি পদক্ষেপ নেয়া হয়েছে।  প্রত্যেক দেশের আলোচক সংশ্লিষ্ট সরকারের সঙ্গে পরামর্শের পর আবার ফিরে আসবেন এবং আলোচনা শুরু হবে।

রাশিয়াও পরমাণু সমঝোতা সম্পর্কিত আলোচনায় বিশেষ অগ্রগতির কথা জানিয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত  রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ  গতকাল বলেন, আলোচকদের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ