সিরিয়ার আলেপ্পোতে কনস্যুলেট উদ্বোধন করল ইরান
(last modified Sat, 22 May 2021 11:33:05 GMT )
মে ২২, ২০২১ ১৭:৩৩ Asia/Dhaka
  • সিরিয়ার আলেপ্পোতে কনস্যুলেট উদ্বোধন করল ইরান

ইসলামী প্রজাতন্ত্রের ইরান আজ সিরিয়ার আলেপ্পোতে কনস্যুলেট উদ্বোধন করেছে। আজ (শনিবার) ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনস্যুলেট উদ্বোধন করেন। এ সময় সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সেখানে উপস্থিত ছিলেন।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সিরিয়া সফর করেন। সফরকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ সেদেশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়। সে সময়ই সিরিয়ার আলেপ্পোতে ইরানি কনস্যুলেট খোলার বিষয়ে দুই দেশের কর্মকর্তারা একমত হন। সিরিয়ার পক্ষ থেকে সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

ইরানের সঙ্গে সিরিয়ার সুসম্পর্ক রয়েছে। সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে সেনা উপদেষ্টা পাঠিয়েছে তেহরান।

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে সফলতার পেছনে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা দামেস্ক এ পর্যন্ত বহু বার স্বীকার করেছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। দখলদার ইসরাইলও সিরিয়া বিরোধী সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে। তারা ইসরাইলবিরোধী বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।