মার্কিন অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতি বিজয়ী হয়েছে: প্রেসিডেন্ট রুহানি
(last modified Sun, 23 May 2021 10:53:10 GMT )
মে ২৩, ২০২১ ১৬:৫৩ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতি বিজয়ী হয়েছে।

প্রেসিডেন্ট রুহানি আজ রোববার অর্থনৈতিক সমন্বয় বিষয়ক দফতরে দেয়া এক বৈঠকে বলেন, ইরানের বিভিন্ন শিল্প বিভাগে ক্রমবর্ধমান উৎপাদন এটাই প্রমাণ করে যে তার দেশের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীত ব্যর্থ হয়েছে। এমনকি খোদ মার্কিন কর্মকর্তারা তাদের এ ব্যর্থতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত সংলাপ প্রসঙ্গে রুহানি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আমেরিকা তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ভিয়েনায় সংলাপ তেহরান অব্যাহত রাখবে বলেও রুহানি উল্লেখ করেন।   

ইরানের গাড়ি শিল্প এই কঠিন পরিস্থিতির মধ্যেও মার্কিন সর্বোচ্চ চাপ অত্যন্ত সফলভাবে মোকাবেলা করে  তার উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি। বিদেশী বাজারে ইরানি গাড়ি বিক্রি এবং লেনদেনের ব্যায় কমানোর মাধ্যমে এ শিল্প ভবিষ্যতে আরো অনুকূল পরিবেশ উপভোগ করবে বলেও জানান তিনি। #

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ