প্রতিরোধ আন্দোলনগুলোর বিজয় ইসরাইলের জন্য শিক্ষা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i92120-প্রতিরোধ_আন্দোলনগুলোর_বিজয়_ইসরাইলের_জন্য_শিক্ষা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সাম্প্রতিক বিজয় ইহুদিবাদী ইসরাইলকে বড় রকমের শিক্ষা দিয়েছে। তাদের এই শিক্ষা দেয়া হয়েছে যে, ইরানের ভেতরে সামরিক অভিযান চালানোর চিন্তা না করে বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০২১ ২০:৩৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সাম্প্রতিক বিজয় ইহুদিবাদী ইসরাইলকে বড় রকমের শিক্ষা দিয়েছে। তাদের এই শিক্ষা দেয়া হয়েছে যে, ইরানের ভেতরে সামরিক অভিযান চালানোর চিন্তা না করে বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ইরানের প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত্র এক প্রদর্শনী অনুষ্ঠানের অবকাশে তিনি এসব কথা বলেন। প্রদর্শনী দেখতে যান ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। 

জেনারেল আমির হাতামি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন নজিরবিহীন অবস্থানে রয়েছে তার প্রতিরক্ষা শিল্পের কারণে। 

ইরানি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, প্রতিরক্ষা সক্ষমতা এবং জনগণের সমর্থন-  এই দুইয়ের সমন্বয় ইরানের আত্মরক্ষার শক্তিকে নিশ্চিত করেছে এবং শত্রুরাও এ কথা স্বীকার করে যে, তারা এখন ইরানের ওপর হামলা চালানোর অবস্থায় নেই।#

পার্সটুডে/এসআইবি/২