ইরানে প্রেসিডেন্ট প্রার্থীর কী কী বৈশিষ্ট্য থাকতে হয়?
(last modified Mon, 31 May 2021 13:39:18 GMT )
মে ৩১, ২০২১ ১৯:৩৯ Asia/Dhaka
  • এবারের নির্বাচনের ৭ প্রার্থী
    এবারের নির্বাচনের ৭ প্রার্থী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট প্রার্থীকে যেসব যোগ্যতা ও বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়, সেগুলোর প্রধান চারটি হচ্ছে:

১) রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়।

২) ধর্মীয় ও মাযহাবগত প্রজ্ঞা থাকতে হয়।

৩) ইসলামী প্রজাতন্ত্রের মূলনীতির ওপর আস্থা ও বিশ্বাস থাকতে হয়।

৪) ইরানের রাষ্ট্রীয় মাযহাবে বিশ্বাসী হতে হয়।

একজন প্রার্থীর এসব যোগ্যতা ও বৈশিষ্ট্য আছে কিনা তা যাচাই বাছাই করে গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ। অভিভাবক পরিষদই প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়ে প্রধান ভূমিকা পালন করে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ