রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার ১২তম পর্বের ফল প্রকাশ
(last modified Fri, 04 Jun 2021 08:57:40 GMT )
জুন ০৪, ২০২১ ১৪:৫৭ Asia/Dhaka
  • রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার ১২তম পর্বের ফল প্রকাশ

রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার ১২তম পর্বে মোট ১৬৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৭৬ জন (বাংলাদেশ ৫৩, ভারত ২১, অন্যান্য ২)। বাকি ৯০ জন ভুল (বাংলাদেশ ৮৫, ভারত ৫) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজয়ীদের তালিকা

১. এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু      

উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।

২. মো. নজরুল ইসলাম

মহেশপুর, ঝিনাইদহ।

৩. নাজমীন আক্তার

বিষ্ণুপুর দক্ষিণ পাড়া, কুমিল্লা।

৪. হাদিউজজামান রেজা

কোম, ইরান।

৫. সলিমুদ্দীন শেখ

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্ন-১:  ইরানের সর্বোচ্চ নেতা চলতি ফার্সি বছর অর্থাৎ ১৪০০ সালের জন্য কোন শ্লোগান নির্ধারণ করেছেন?

উত্তর: ‘উৎপাদন, সহযোগিতা-সমর্থন ও বাধা দূরীকরণ’র বছর

প্রশ্ন-২: ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

উত্তর: ১৮ জুন

প্রশ্ন-৩: ২০১৮ সালের হিসাব অনুযায়ী- বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনে বিশ্বে ইরানের স্থান কততম?

উত্তর: ১৬তম স্থান

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

 

ট্যাগ