পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠনের ওপর প্রেসিডেন্ট প্রার্থী জাকানির গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/iran-i92936-পরিবার_কল্যাণ_মন্ত্রণালয়_গঠনের_ওপর_প্রেসিডেন্ট_প্রার্থী_জাকানির_গুরুত্বারোপ
ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী বলেছেন, তিনি বিজয়ী হলে পরিবার বিষয়ক একটি মন্ত্রণালয় গঠন করবেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১১, ২০২১ ১৫:১০ Asia/Dhaka
  • আলি রেজা জাকানি
    আলি রেজা জাকানি

ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী বলেছেন, তিনি বিজয়ী হলে পরিবার বিষয়ক একটি মন্ত্রণালয় গঠন করবেন।

বার্তা সংস্থা ইরানপ্রেস জানিয়েছে, প্রেসিডেন্ট প্রার্থী আলি রেজা জাকানি আজ এক মহিলা সমাবেশে একথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে তিনি শিশু-কিশোর, যুবকসহ পুরো পরিবারের জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠন করবেন। ওই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন একজন নারী। ওই মন্ত্রণালয়ের সকল কার্যক্রম তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হবে বলেও জনাব জাকানি উল্লেখ করেন।

তিনি বলেন: একটি পরিবারে নারীর ভূমিকা অপরিসীম-একথা যেমন সত্য তেমনি একটি সমাজ বিনির্মাণেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি অপরিহার্য।

ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রার্থী রাজনীতিতে নারীর উপস্থিতির উপর জোর দিয়ে আরও বলেন: দেশে বর্তমানে ৩৫ লাখ নারী পরিবার প্রধানের দায়িত্বে রয়েছেন। তাদের মধ্যে খুবই কম সংখ্যক বীমার আওতায় এসেছেন। একইভাবে দেশে ২ কোটি ১০ লাখের মতো গৃহবধূ রয়েছেন। তাদেরকে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত মানের প্রশিক্ষণ দেওয়া হলে আমরা দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবো।

আগামী ১৮ জুন শুক্রবার ইরানে ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।