জুন ১৮, ২০২১ ১২:১৩ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি

ইরানের প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো তাদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরো বলেছেন, বিগত প্রায় তিন মাসের আলোচনায় আমরা (চূড়ান্ত) সমঝোতার এত কাছাকাছি আর কখনো ছিলাম না।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরাকচি গতকাল আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে আমরা ভালো ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। তবে একইসঙ্গে সুনির্দিষ্ট কিছু ইস্যুতে এখনো মতপার্থক্য রয়ে গেছে যা দূর করার জন্য সব পক্ষকে আরো আন্তরিক হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য সব পক্ষকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে আরাকচি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইরান এতে টিকে থেকে তার কঠিন সিদ্ধান্তটি নিয়ে নিয়েছে। তিনি বলেন, যদি এখনো এই সমঝোতা কোনোমতে বেঁচে থাকে তা সম্ভব হয়েছে ইরানের সেই কঠিন সিদ্ধান্তের কারণে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে একথা মেনে নিতে হবে যে, আমেরিকার অন্যায় আচরণের কারণে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে; কাজেই ওয়াশিংটনকে এখন সঠিক পথে ফিরে আসতে হবে। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে।

ভিয়েনা বৈঠক (ফাইল ছবি)

‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ