নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধা সৃষ্টি করছে আমেরিকা: সংসদীয় রিপোর্ট
(last modified Sun, 20 Jun 2021 14:15:45 GMT )
জুন ২০, ২০২১ ২০:১৫ Asia/Dhaka
  • ভিয়েনার এই হোটেলে চলছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা
    ভিয়েনার এই হোটেলে চলছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের গবেষণা কেন্দ্র বা আইপিআরসি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে জানিয়েছে যে, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে বাধা সৃষ্টি করছে আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু এবং পরমাণু বহির্ভূত ইস্যুগুলোকে মিশিয়ে ফেলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে বাধা সৃষ্টি করেছে ওয়াশিংটন।

সংসদের গবেষণা কেন্দ্রের ওই রিপোর্টে আরো বলা হয়েছে, যদি আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয় তাহলেও তারা তেহরানকে অর্থনৈতিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করার সবরকম চেষ্টা চালাবে।

ইরানের সংসদীয় প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন প্রশাসন এ পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা ইরানের সঙ্গে অন্য কোনো দেশের যোগাযোগের ব্যাপারে ঝুঁকি সূচক উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বরং ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমেরিকা যে ধারা অনুসরণ করে আসছিল বর্তমান প্রশাসন তা অব্যাহত রেখেছে। ফলে ইরানের সঙ্গে অন্য দেশগুলোর যোগাযোগ বা বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি কোন অংশেই কমে নি।#

পার্সটুডে/এসআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ