চিকিৎসা বিজ্ঞানে ইরানের নতুন সাফল্য; দূর নিয়ন্ত্রিত প্রথম সার্জারি সম্পন্ন
(last modified Wed, 23 Jun 2021 10:57:49 GMT )
জুন ২৩, ২০২১ ১৬:৫৭ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) প্রথমবারের মতো দূর নিয়ন্ত্রিত সার্জারি করা হয়েছে। এর মাধ্যমে একটি কুকুরকে স্থায়ীভাবে সন্তান উৎপাদনে অক্ষম করা হয়েছে। এই রিমোট বা টেলি সার্জারির কাজে ব্যবহৃত হয়েছে ‘সিনা’ রোবট।

সাত কিলোমিটার দূরে বসে ৫জি নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে দূর নিয়ন্ত্রিত এই সার্জারি করেন ইরানের একজন অভিজ্ঞ সার্জন। কুকুরটিকে তেহরানের সিনা হাসপাতালের অপারেশন থিয়েটারে রাখা হয়।

আর সাত কিলোমিটার দূরে ইমাম খোমেনী (রহ.) হাসপাতালে বসে অপারেশন সম্পন্ন করেন ইরানি চিকিৎসক। এ সময় উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।

বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার নামে ইরানের টেলি সার্জারি রোবটের নাম রাখা হয়েছে ‘সিনা’। এ রোবট দিয়ে রোগীর সংস্পর্শে না এসেই একজন সার্জন সুনিপূণভাবে রোগীর দেহে অপারেশন করতে পারেন।

এ রোবটটি মূলত একটি অত্যাধুনিক রিমোট বা টেলি সার্জারি ব্যবস্থা। একটি মনিটর এবং রোবট নিয়ন্ত্রিত দুই বাহুর সাহায্যে কাজ করেন একজন সার্জন। অপারেশন পরিচালনাকারী একজন সার্জন দূর থেকে রোবটের বাহু নিয়ন্ত্রণ করেন এবং মনিটরের সাহায্যে অপারেশন প্রত্যক্ষ করেন।

এ যন্ত্রের মাধ্যমে অপারেশন চালানো হলে রোগী দেহের স্বাস্থ্যকর কোষকলার ক্ষতি এবং রক্তপাত কম হয়। এতে রোগীর সেরে ওঠার প্রক্রিয়াও দ্রুততর হয়।#

পার্সটুডে/এসএ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ