জুলাই ০৮, ২০২১ ১৮:০৬ Asia/Dhaka

ইরানের বিভিন্ন শহরে ব্যাপক ভাবে ইরানি ভ্যাকসিন 'বারকাত'এর গণপ্রয়োগ শুরু করেছে ইরানি সরকার।

এরিমধ্যে ইরানের ৭০ লাখ মানুষের মধ্যে টিকাদান সম্পন্ন করা হয়েছে।  ইরানের করোনাভাইরাস দমন বিষয়ক জাতীয় টাক্সফোর্সের মুখপাত্র আলিরেজা রায়েইসি জানিয়েছেন, দেশব্যাপী ৮১ লাখের অধিক করোনাভাইরাসের ভ্যাকসিন ইরানের স্বাস্থ্য খাতকে দেয়া হয়েছে। আর ৭০ লাখ ইরানি ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে।# 

পার্সটুডে/আবুসাঈদ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ