ইরান এবং কিউবার যৌথ টিকা বিশ্বের অন্যতম সফল টিকা হতে যাচ্ছে: নামাকি
https://parstoday.ir/bn/news/iran-i95026-ইরান_এবং_কিউবার_যৌথ_টিকা_বিশ্বের_অন্যতম_সফল_টিকা_হতে_যাচ্ছে_নামাকি
ইরান এবং কিউবার মাধ্যমে যৌথভাবে তৈরি করা করোনা ভাইরাসের টিকা বিশ্বের অন্যতম সফল টিকা হিসেবে বিবেচিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২১ ১৬:১৯ Asia/Dhaka

ইরান এবং কিউবার মাধ্যমে যৌথভাবে তৈরি করা করোনা ভাইরাসের টিকা বিশ্বের অন্যতম সফল টিকা হিসেবে বিবেচিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি কিউবার করোনা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান 'ফিনলে'র প্রধান ভিসেন্তে ভারেসের সঙ্গে সাক্ষাতের অবকাশে সাংবাদিকদের বলেন, আমাদের কাছে মনে হচ্ছে ভবিষ্যতে করোনা ভাইরাসের এমন মারাত্মক মিউটেশন বা ভ্যরিয়েশন ঘটবে যে কোনো ভ্যরিয়েন্টই চীনের উহান শহর থেকে সৃষ্ট করোনার মতো হবে না।  

নামাকি বলেন, বিশ্বের গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে ইরান এবং কিউবার বিজ্ঞানীদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে তারা যেসব ভ্যক্সিন বা টিকা প্রস্তুত করবে সেগুলো যেনো বর্তমানে তৈরি করা টিকার মতো না হয়। এছাড়া ইরানে সকলেের জন্য  টিকার কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।