আগের টিকা কম কার্যকরী
বৈশ্বিকভাবে করোনা ভ্যাকসিন প্রত্যাহারের ঘোষণা দিল অ্যাস্ট্রাজেনেকা
বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে বিখ্যাত ওষুধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। আজ (বুধবার) এ তথ্য নিশ্চিত করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি সম্প্রতি স্বীকার করেছে যে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি কোনো কোনা ক্ষেত্রে সম্ভাব্য মারাত্মক রক্ত জমাট বাঁধার কারণ হয়েছে। এরপর কোম্পানির পক্ষ থেকে বিশ্বব্যাপী এই ভ্যাকসিন প্রত্যাহার করা হলো।
এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বাণিজ্যিক ইস্যুতে বিশ্বব্যাপী করোনা টিকা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, বর্তমানে করোনা মহামারির প্রকোপ স্তিমিত হওয়ায় বাজারে এর চাহিদাও অনেকটা কমে গেছে। ফলে এখন কোভিড-১৯ এর যে ভ্যারিয়েন্ট চলছে তা এখন আর প্রাণঘাতী নয়। নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় এখন যেসব করোনা টিকা বাজারে রয়েছে সে তুলনায় আগের টিকাগুলো কম কার্যকরী হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
সংস্থাটি সেচ্ছায় এর বিপণন অনুমোদন প্রত্যাহার করেছে। এই টিকা নতুন করে আর উৎপাদন করা হচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়ন-সহ কোম্পানির সব অংশীদারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে তাদের বিবৃতিতে।
এই টিকা গ্রহণের ফলে মৃত্যু ঝুঁকি তৈরি হওয়ায় সম্প্রতি ব্রিটিশ আদালত ১০ কোটি পাউন্ড জরিমানা করে ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটিকে।#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।