কোভিড মহামারি মোকাবিলায় চীনের সাফল্য:
কোভিড বিধিনিষেধ উল্লেখযোগ্য মাত্রায় শিথিলের ঘোষণা দিল চীন
দেশব্যাপী কোভিড বিধিনিষেধ উল্লেখযোগ্য মাত্রায় শিথিল করার ঘোষণা দিয়েছে চীন সরকার। গত তিন বছর ধরে কোভিড মহামারি মোকাবিলার জন্য চীন সরকার এই বিধি নিষেধ আরোপ করে রেখেছিল।
আজ (বুধবার) বেইজিং কোভিড বিধিনিষেধের ওপর থেকে নানা ধরনের সীমাবদ্ধতা শিথিল করার ঘোষণা দেয়। চীন সরকার জানিয়েছে এখন থেকে কয়েকটি জায়গায় মাত্র পিসিআর টেস্টের বাধ্যবাধকতা বুঝিয়ে দেয়া হবে। এছাড়া সরকারি কোন দপ্তরে প্রবেশ করার জন্য লোকজনকে এখন থেকে আর গ্রিন হেলথ কোড দেখাতে হবে না।
চীনের বিমানবন্দরগুলোও কোভিড পরীক্ষার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। তবে নার্সিংহোম, কিন্ডারগার্টেন এবং স্কুলগুলোতে প্রবেশের ক্ষেত্রে এখনো নিউক্লিক অ্যাসিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
কোভিড বিধিনিষেধ শিথিল করার বিষয়ে চীন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেইজিংয়ের বেশিরভাগ মানুষ। সরকারের এই সিদ্ধান্তের কারণে এখন থেকে লোকজন কোনরকমের সীমাবদ্ধতা ছাড়াই পার্ক, সুপারমার্কেট, অফিস এবং বিমানবন্দরে প্রবেশ করতে পারবে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।