‘আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ও জ্ঞানালোকে পরিপূর্ণ’
সুপ্রিয় মহোদয়, সুকোমল স্বাগত শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান এর কলাকুশলীসহ অগণিত শ্রোতাবন্ধুরা যারপরনাই ভালো আছেন। কামনা করিও তাই। অত্যন্ত বিপর্যস্ত ও প্রতিকুল অবস্থায় লিখতে বসেছি। কারণ গত ৫ জুলাই কিডনি জটিলতায় আমার মা ইহলোক ত্যাগ করেছেন। সবার কাছে দোয়া চাই।
এবার অনুষ্ঠান সম্পর্কে কিছু জানাতে চেষ্টা করছি। গত ১৮-০৭-২১ তারিখের ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ শীর্ষক আলোচনার ১৯তম পর্বে আমার দৃষ্টি নিবদ্ধ হয়েছে। মন ছুঁয়ে গেছে অনুষ্ঠানটি। অত্যন্ত গঠনমূলক, সুদুরপ্রসারী, দার্শনিক উক্তিতে ভরপুর কথাবার্তা দারুণভাবে উপভোগ করেছি। অনুষ্ঠানে জানতে পারলাম, সন্তান হলো বাবা মা'র কাছে আমানত স্বরুপ। তাদের দেখভাল ও ভালো মন্দের উপর পিতা-মাতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সব ধরনের নিরাপত্তা দেওয়া বাবা মায়ের দায়িত্বের উপর পড়ে।
শিশু কিশোরদের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সুশোভন আচরণ করতে হবে যেন তারা বিপথে না যেয়ে মানুষের মত মানুষ হতে পারে। লাগামহীন স্বাধীনতা যেমন সন্তানকে বিপথগামী করতে পারে তেমনি অতিরিক্ত শাসন সন্তানকে বেয়াড়া করে দিতে পারে। তাই তো মাঝামাঝি অবস্থানে থেকে সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শরীর চর্চা বিষয়ক খেলার দিকে বেশি গুরুত্ব দিতে হবে। কম্পিউটারে শিক্ষামূলক গেমে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা বিপথগামী না হয়। তাদেরকে যথেষ্ট নজরদারিতে রাখতে হবে, প্রয়োজনে তাদের পছন্দের স্বাধীনতা দে'য়া যেতে পারে।
যাহোক অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ও জ্ঞানালোকে পরিপূর্ণ ছিল। শিশু-কিশোরদের জীবন গঠনের বেশীরভাগ তথ্যই এখানে উঠে এসেছে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাইতো শিশুর শারীরিক, মানসিক ও মনোস্তাত্ত্বিক বিষয়ের দিকে বাবা-মাকে লক্ষ্য রাখতে হবে তাহলেই জাতি উন্নত জাতিতে রুপান্তরিত হবে। আর রেডিও তেহরান হয়তবা সেই দৃষ্টিকোণ থেকে ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ আলোচনা নিরবিচ্ছিন্ন ভাবে প্রচার করে যাচ্ছে।
পরিশেষে সবাইকে ধন্যবাদ ও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই যবনিকাপাত করছি।
নজরুল ইসলাম
সভাপতি, বন্ধন & লাকী শ্রোতাসংঘ
মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।