‘ঘনিষ্ঠভাবে তিউনিশিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i95144-ঘনিষ্ঠভাবে_তিউনিশিয়ার_চলমান_পরিস্থিতি_পর্যবেক্ষণ_করছে_ইরান’
অবিলম্বে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে আশা ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘনিষ্ঠভাবে তিউনিশিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২১ ০৬:২৩ Asia/Dhaka
  • সম্প্রতি তিউনিশিয়ার বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ হয় (২৫ জুলাই রোববার রাজধানী তিউনিসের ছবি)
    সম্প্রতি তিউনিশিয়ার বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ হয় (২৫ জুলাই রোববার রাজধানী তিউনিসের ছবি)

অবিলম্বে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে আশা ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘনিষ্ঠভাবে তিউনিশিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

খাতিবজাদে বলেন, চলমান উত্তেজনা প্রশমন ও তিউনিশিয়ার বিপ্লবী জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সকল রাজনৈতিক পক্ষকে আত্মসংযমের পরিচয় দিতে হবে এবং জনগণের মধ্যে সংহতি বজায় রেখে ব্যাপকভিত্তিক সংলাপের আয়োজন করতে হবে।

চলমান রাজনৈতিক উত্তেজনা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইরান তিউনিশিয়ার পাশে রয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিউনিশিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি; আর সেটি করতে হলে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ রোববার (২৫ জুলাই) রাতে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন এবং এক মাসের জন্য জাতীয় সংসদ স্থগিত করেন। পাশাপাশি দেশে তিনি এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি এবং সংসদ সদস্যদের আইনি সুরক্ষা বাতিল করেন।

এরপর প্রেসিডেন্ট সাঈদ সোমবার প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম বারতাজিকে বহিষ্কার এবং ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন স্লিমানেকে বরখাস্ত করেন। কায়েস সাঈদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কেউ সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধাচরণ করলে তার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন।   

করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে তিউনিশিয়ার কয়েকটি শহরে গণবিক্ষোভ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট সাঈদ এসব পদক্ষেপ নিলেন। তিনি বলেন, দেশের চলমান সঙ্কট তিনি নিজের পছন্দের লোকজন নিয়োগ দিয়ে সমাধান করবেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।