আরাকচি:
ইরান-তিউনিসিয়া সম্পর্ক মুসলিম বিশ্বে শক্তিশালী সম্পর্কের মডেল
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ও তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সঙ্গে সাক্ষাৎ
পার্স টুডে - ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান ও তিউনিসিয়ার মধ্যে সম্পর্ক মুসলিম বিশ্বের বন্ধনগুলো জোরদার করার জন্য ইরানের অঙ্গীকারবদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত; আর এসব বন্ধনের ভিত্তি হল অভিন্ন স্বার্থ রক্ষা, জাতীয় সার্বভৌমত্ব ও ঐতিহাসিক সংহতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ।
তিউনিসিয়ার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক নোটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তিউনিসিয়াকে "ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে সভ্যতা ও সংস্কৃতির লালনভূমি" বলে অভিহিত করেছেন। তাঁর মতে ইরানের পররাষ্ট্র নীতিতে এই দেশটির অবস্থান "বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের"।
ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, আরাকচি জোর দিয়ে বলেছেন: ছয় দশকেরও বেশি পুরনো ইরান-তিউনিসিয়া সম্পর্ক ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অভিন্নতা-ভিত্তিক গঠিত হয়েছে এবং এ সম্পর্ক সব সময়ই গভীর ও ক্রমবর্ধমান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালের মে মাসে তিউনিসিয়ার রাষ্ট্রপতির ঐতিহাসিক ইরান সফর এবং ইসলামী বিপ্লবের নেতার সাথে তার সাক্ষাৎকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইরানি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তিউনিসিয়ার দৃঢ় ও সহায়তামূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জাানান এবং এটিকে দুই জাতির মধ্যে ভ্রাতৃত্বের গভীরতা ও অটুট সংহতির প্রতীক বলে উল্লেখ করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান বলেছেন: "ইরান ও তিউনিসিয়া সব সময় আন্তর্জাতিক নানা ক্ষেত্রে, বিশেষ করে বিদেশী হস্তক্ষেপের বিরোধিতা, ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং ইহুদিবাদী সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতার ক্ষেত্র অভিন্ন অবস্থান নিয়েছে।"
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিনেমা, সঙ্গীত, হস্তশিল্প এবং খেলাধুলাসহ সাংস্কৃতিক ও শৈল্পিক লেনদেনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিকাশকে এ দুই মহান জাতির মধ্যে সম্পর্ক জোরদার করার মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। জনাব আরাকচি এ প্রসঙ্গে ইরানি শিল্পকর্মের প্রতি তিউনিসিয়ানদের ব্যাপক আকর্ষণের কথাও তুলে ধরেছেন। #
পার্স টুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।