মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়াতে হবে: পাকিস্তানি রাজনীতিবিদরা
-
জমিয়াতে উলামায়ে ইসলাম পাকিস্তান দলের প্রধান মাওলানা ফজলুর রহমান।
পার্সটুডে - জমিয়াতে উলামায়ে ইসলাম পাকিস্তান দলের প্রধান ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকিমূলক আচরণের জবাবে জমিয়াতে উলামায়ে ইসলাম পাকিস্তান দলের প্রধান মাওলানা ফজলুর রহমান যৌথ প্রতিরক্ষা ফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়াতে হবে। পার্সটুডে অনুসারে, লাহোরে এক বিবৃতিতে ফজলুর রেহমান বলেন, এখন দৃঢ় ইসলামী ঐক্য দেখানোর সময় এবং আমাদের সকলকে যৌথ ফ্রন্টে এই হুমকির জবাব দিতে হবে। তিনি আরো বলেন, মুসলিম বিশ্বকে যৌথ প্রতিরক্ষা চুক্তির ছত্রছায়ায় জড়ো হতে হবে।
এদিকে, জামায়াতে ইসলাম পাকিস্তানের সাবেক নেতা সিরাজুল হক ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইরানে আক্রমণ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বাজে কথা আমেরিকানদের অন্যান্য স্বাধীন দেশের তেলের ভাণ্ডার লুণ্ঠনের একই পুরনো ষড়যন্ত্রকে প্রতিফলিত করে। তিনি আরো বলেন, সকল ইসলামি দেশের ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানোর এবং পাকিস্তানসহ আমাদের সকলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার সময় এসেছে।
সিরাজুল হক জোর দিয়ে বলেন, রাজনৈতিক ভঙ্গিমা এবং নিন্দা নির্বিশেষে ইসলামি বিশ্বের উচিত বাস্তব পদক্ষেপ নেওয়া। সাবেক সংসদ বিষয়ক মন্ত্রী এবং তার ডানপন্থি দল জাস্টিসের পাকিস্তানি সংসদের বর্তমান সদস্য আলী মুহাম্মদ খান আরো বলেন, বিদেশিদের দ্বারা সমর্থিত যেকোনো বিদেশী আগ্রাসন এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা পাকিস্তানে আমাদের ভ্রাতৃপ্রতিম ও ইসলামি দেশ ইরানের পাশে আছি। তিনি জোর দিয়ে বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের সাথে কোনওভাবেই আপস করা হবে না।
রাজনৈতিক ভাষ্যকার এবং পাকিস্তানের সিনেটের প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রাক্তন চেয়ারম্যান মুশাহিদ হুসেন সৈয়দ ইসলামাবাদে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার জানা উচিত যে ইরান ভেনেজুয়েলা নয় এবং জনগণকে উত্তেজিত করার এবং ইসলামিক প্রজাতন্ত্র ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের উচিত ইরানের ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পাশে দাঁড়ানো, যেকোনো শাসনব্যবস্থা পরিবর্তন বা সামরিক বিকল্পের বিরোধিতা করা এবং বিদেশী হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা। #
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।