শ্রোতাদের মতামত
‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি থেকে যেভাবে সমৃদ্ধ ও উপকৃত হচ্ছি
শিশুরাই জাতির ভবিষ্যত। তাই তাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে ও সুশিক্ষিত করতে দরকার সুষ্ঠু ও পরিকল্পিত শিক্ষা আর প্রশিক্ষণ। পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ ধর্ম ইসলাম জীবনের সব ক্ষেত্রের মত এক্ষেত্রেও দিয়েছে জরুরি দিক-নির্দেশনা। রেডিও তেহরানের ধারাবাহিক ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ খুবই ভালো ও উপকারে আসছে। শিশু-কিশোরদের কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় তার এক অনুপম দর্পন হলো সাপ্তাহিক অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’।
মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সবচেয়ে সুন্দর আকৃতি। মাতৃগর্ভ থেকেই সে পেয়েছে মস্তিস্ক, বুদ্ধিমত্তা, চোখ, নাক, কান, হাত-পা, অনুভূতি ইত্যাদি। সন্তানের স্বভাব ও অনুভূতির ওপর বাবা-মায়ের অভ্যাস ও আচরণের অনেক প্রভাব পড়ে। তাই সুসন্তান গড়ে তোলার জন্য আগে দরকার উন্নত নৈতিক চরিত্রের বাবা ও মা গড়ে তোলা। 'আদর্শ মানুষ গড়ার কৌশল' অনুষ্ঠান তাই আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে চলেছে।
স্ত্রী নির্বাচনের মাধ্যমে পরিবার গঠন ও শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্ব গড়ে ওঠে। শিশুর সবচেয়ে স্পর্শকাতর বিকাশ ও প্রশিক্ষণ ঘটে পরিবারে। আর এই পরিবারের প্রধান স্তম্ভ হল বাবা ও মা তথা স্বামী-স্ত্রী। ইসলামের পর সবচেয়ে বড় নেয়ামত হল ভালো ও যোগ্য স্ত্রী। আর তা জীবনের বৃহত্তম নেয়ামত। মহানবীর বর্ণিত লক্ষ্য অর্জনের জন্য দরকার সঠিক ও যথাযোগ্য মানদন্ড ও জীবন-যাপন পদ্ধতি। স্ত্রী ও স্বামী উভয়ই যদি খোদাভীরু হন এবং তাদের ধর্মীয় বিশ্বাস একই ধরনের হয় তাহলে সন্তানকে ধার্মিক ও সুশিক্ষিত করে গড়ে তোলা সহজ হয়।
শিশু ও কিশোরদের আদর্শ মানুষ ও মুসলমান হিসেবে গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে বিয়ের জন্য উপযুক্ত ও ধার্মিক বর-কনে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে কথা নিয়ে ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান শুরু। শিশু ও কিশোরদের আদর্শ মানুষ ও মুসলমান হিসেবে গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে বিয়ের জন্য উপযুক্ত ও ধার্মিক বর-কনে নির্বাচনের নিয়ে আলোচনার পর সন্তানের মা-বাবা হওয়ার ক্ষেত্রে মানসিক প্রস্তুতি ও দৈহিক সম্পর্কের পূর্ব-প্রস্তুতি বা আদব-কায়দা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনে সমৃদ্ধ হয়েছি।
মায়ের গর্ভ ধারণের সময়ের করণীয় কর্তব্য এবং সন্তানকে মানুষ করার ক্ষেত্রে হালাল রিজিকের গুরুত্ব, গর্ভবতী মায়ের যত্ন ও খাদ্য, মায়ের গর্ভ ধারণের সময়ের করণীয় কর্তব্য এবং সন্তানকে মানুষ করার ক্ষেত্রে হালাল রিজিকের গুরুত্ব ও গর্ভবতী মায়ের যত্ন ও খাদ্য, সুসন্তান গড়ে তোলার ক্ষেত্রে উত্তরাধিকারগত বৈশিষ্ট্য এবং স্বাধীন ইচ্ছা ও যথাযথ শিক্ষা বা প্রশিক্ষণের গুরুত্ব, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ট হওয়ার পর করণীয় কর্তব্য ইত্যাদি ধারাবাহিক বিষয়ে বস্তুনিষ্ঠ ও খুবই উপকারী আলোচনা করা হয়েছে বিস্তারিত ভাবে। অনুষ্ঠান না শুনলে বিষয়গুলোর গুরুত্ব আমাদের কাছে অজানাই থেকে যেত।
তারপর শুনেছি নামকরণ নিয়ে পরিবেশনা। মানুষের জীবনে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের ব্যক্তিত্ব ও পরিচয়ের অনেক কিছুই বহন করে নাম। কেবল বাহ্যিক পরিচয়ই মানুষের নামের সব কিছু নয়। ব্যক্তির নাম তার বাহ্যিক পরিচয়ের বাইরেও মানুষের কাছে সুপ্ত অনেক গভীর অর্থও অনেক সময় তুলে ধরে অব্যাহত সামাজিক সম্পর্কের সুবাদে। এভাবে মানুষের নাম সময়ের পরিক্রমায় পূর্ণতাকামী বা অধিকতর পরিপূর্ণ রূপ পেতে থাকে। এছাড়াও শিশুর সুন্দর দেহ ও মন গড়ে তুলতে মায়ের দুধের অপরিসীম গুরুত্ব সম্পর্ক অবহিত হয়েছি।
শিশুর সুন্দর দেহ ও মন গড়ে তুলতে মায়ের দুধের বিকল্প নেই। শিশুদের তথা সন্তানের শিক্ষা ও প্রশিক্ষণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সন্তানকে সময়মত খেলাধুলার সুযোগ দেয়া বা সুযোগ করে দেয়া বাবা-মা ও অভিভাবকের জরুরি দায়িত্ব। এই বিষয়েও আলোচনা ছিল অসাধারণ।
শিশুরা পবিত্র মানবীয় প্রকৃতি নিয়ে জন্ম নেয়। তাকে সঠিক পথে রাখতে ও সুশিক্ষা দিতে হলে মা-বাবা এবং শিক্ষকদেরকে হতে হবে দূরদর্শী, সচেতন, দক্ষ ও সৎ। উৎসাহ দেয়াটা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। উৎসাহ দেয়া ও অনুপ্রেরণা যোগানোর বিষয়টি বর্তমান যুগে শিক্ষণের অন্যতম প্রধান ও কার্যকর পন্থা হিসেবে গোটা বিশ্বেই স্বীকৃত। শিশু-কিশোরদের উৎসাহ দেয়া ও অনুপ্রেরণা দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পরিবেশনা খুবই উপকারী মনে হয়েছে। শিশু-কিশোরদের উপর নানান প্রভাব, প্রয়োজনীয়তা, সুরক্ষিত রাখা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা ব্যক্তিগতভাবে সমৃদ্ধ ও উপকৃত হয়েছি। রেডিও তেহরান বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ নামক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এই ভাবেই আমাদের সহযোগিতা করবেন। আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকবেন। খোদা হাফেজ।
হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
গ্রাম ও পোস্ট: চুপী, জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।