ইরানের সঙ্গে সুন্নিদের সংঘাত বাধানোর পরিকল্পনা করেছে আমেরিকা: জেনারেল কাআনি
https://parstoday.ir/bn/news/iran-i97050-ইরানের_সঙ্গে_সুন্নিদের_সংঘাত_বাধানোর_পরিকল্পনা_করেছে_আমেরিকা_জেনারেল_কাআনি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি বলেছেন, ইরানের সঙ্গে সুন্নি মুসলমানদের বিরোধ ও সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে আমেরিকা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৭:০২ Asia/Dhaka
  • ইসমাইল কাআনি
    ইসমাইল কাআনি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাআনি বলেছেন, ইরানের সঙ্গে সুন্নি মুসলমানদের বিরোধ ও সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে আমেরিকা।

তিনি আজ (মঙ্গলবার) এক টুইটে আরও বলেছেন, আমেরিকার এখন পরিকল্পনা হলো গোটা বিশ্বের সুন্নি মুসলমানদের সঙ্গে ইরানের সংঘাত সৃষ্টি। এ লক্ষ্যেই কাজ করছে মার্কিন প্রশাসন।

তিনি বলেন, মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। এমনভাবে কাজ করতে হবে যাতে ইরানের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়।

সংঘাত ছাড়াই আফগান সংকটের সমাধানে ইরান চেষ্টা করছে বলে জানান জেনারেল কাআনি।

তিনি বলেন, ইরান মনে করে আফগানিস্তানে এমন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি যেখানে সব জাতি-গোষ্ঠীর মানুষের অংশগ্রহণ থাকবে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।