‘স্বাস্থ্যকথা অনুষ্ঠানে থাইরয়েড নিয়ে সাক্ষাৎকার অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছে’
https://parstoday.ir/bn/news/iran-i98078-স্বাস্থ্যকথা_অনুষ্ঠানে_থাইরয়েড_নিয়ে_সাক্ষাৎকার_অত্যন্ত_মনোমুগ্ধকর_লেগেছে’
প্রিয় মহোদয়, নমস্কার। প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৯/০৯/২১ রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সান্ধ্য অধিবেশনে পরিবেশিত অনুষ্ঠানগুলো ছিল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা এবং কুরআনের আলো। আমার সবচেয়ে ভালো লেগেছে 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০১, ২০২১ ১৫:০৩ Asia/Dhaka
  • ‘স্বাস্থ্যকথা অনুষ্ঠানে থাইরয়েড নিয়ে সাক্ষাৎকার অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছে’

প্রিয় মহোদয়, নমস্কার। প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৯/০৯/২১ রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সান্ধ্য অধিবেশনে পরিবেশিত অনুষ্ঠানগুলো ছিল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা এবং কুরআনের আলো। আমার সবচেয়ে ভালো লেগেছে 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটি।

'স্বাস্থ্য কথা' অনুষ্ঠানে ইরানে গবেষণারত বাংলাদেশি পুষ্টিবিদ ডা. হেদায়েতুল্লাহ সাজুর থাইরয়েড নিয়ে প্রথম পর্বের মহামূল্যবান সাক্ষাৎকার আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী মনে হয়েছে।

তাঁর মূল্যবান বক্তব্য থেকে জানলাম- আমাদের শরীরের বিভিন্ন গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড হল একটি গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। এই হরমোনের তারতম্য আমাদের শারীরিক সুস্থতা এবং অসুস্থতা থাকা নিয়ন্ত্রণ করে।

জন্মগতভাবে থাইরয়েড তৈরি না হওয়া, গঠনগত ভুল, বংশগত, অতিরিক্ত ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি কারণে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।

থাইরয়েডের সমস্যার লক্ষণ (হরমোন কম নিঃসরণ হলে) গলগন্ড রোগ, ক্লান্তি, অবসাদ, কোষ্ঠকাঠিন্য, মনোযোগ হারিয়ে ফেলা ইত্যাদি। আর বেশি নিঃসরণ হলে গরম সহ্য করতে না পারা, শরীর ঘেমে যায়, হজমে সমস্যা ইত্যাদি। এছাড়া, থাইরয়েড গ্রন্থির হরমোনের তারতম্যের জন্য মহিলাদের ঋতুস্রাবের সমস্যা হয়।

থাইরয়েড নিয়ে প্রথম পর্বের এই সুন্দর পরিবেশনা অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছে।

এই করোনাকালে শ্রোতাবন্ধুরা স্বাস্থ্য সচেতন হবেন, বিশুদ্ধ জল গ্রহণ করবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন গাজী আব্দুর রশীদ ভাইয়ের এই মূল্যবান পরামর্শগুলো আমার কাছে খুবই দরকারি ও প্রয়োজনীয় লেগেছে।

স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এরকম গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে একজন ডক্টরের সাক্ষাৎকার উপহার দেওয়ার জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে রেডিও তেহরান বাংলা বিভাগ কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদান্তে

 

মনীষা রায়

মেখলিগঞ্জ, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১