অসলোতে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে জ্বলে উঠল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i98422-অসলোতে_ওয়ার্ল্ড_রেসলিং_চ্যাম্পিয়নশিপে_জ্বলে_উঠল_ইরান
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ইরান দু’টি স্বর্ণপদক লাভ করেছে। নরওয়ের রাজধানী অসলোতে শনিবার ৯৭ কেজি ওজন বিভাগে মোহাম্মাদ হাদি সারভি এবং ১৩০ কেজি ওজন বিভাগে আলী আকবার ইউসুফি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১০, ২০২১ ০৬:১৬ Asia/Dhaka
  • আলী আকবার ইউসুফি (বামে) প্রথম কোনো ইরানি কুস্তিগির হিসেবে ১৩০ কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করলেন
    আলী আকবার ইউসুফি (বামে) প্রথম কোনো ইরানি কুস্তিগির হিসেবে ১৩০ কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করলেন

ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ইরান দু’টি স্বর্ণপদক লাভ করেছে। নরওয়ের রাজধানী অসলোতে শনিবার ৯৭ কেজি ওজন বিভাগে মোহাম্মাদ হাদি সারভি এবং ১৩০ কেজি ওজন বিভাগে আলী আকবার ইউসুফি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

গত সাত বছরের মধ্যে এই প্রথম ইরানি কুস্তিগিররা গ্রেকো রোমান কুস্তিতে স্বর্ণপদক লাভ করার মতো ক্রীড়ানৈপূণ্য প্রদর্শন করলেন।

এছাড়া, আলী আকবার ইউসুফির পক্ষ থেকে স্বর্ণপদক লাভ করাকে ইরানের জন্য ‘ঐতিহাসিক ঘটনা’ বলে অভিহিত করা হয়েছে। কারণ, ইরান ১৩০ কেজি বিভাগের গ্রেকো রোমান কুস্তিতে কখনো স্বর্ণপদক লাভ করেনি।

এর আগে শুক্রবার গ্রেকো রোমান কুস্তিতে ইরানি কুস্তিগির মোহাম্মাদ আলী গেরায়ি ৭৭ কেজি ওজন বিভাগে এবং পেজমান পুশতাম ৮২ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন।

আলী আকবার ইউসুফি ও মোহাম্মাদ হাদি সরাভি

এর ফলে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন শেষে ইরান এই প্রতিযোগিতার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাশিয়া রয়েছে প্রথম স্থানে। আজ (রোববার) এই প্রতিযোগিতার শেষ দিন এবং আজ ৬৩ ও ৬৭ কেজি বিভাগের গ্রেকো রোমান কুস্তি অনুষ্ঠিত হবে। শনিবার এই দুই বিভাগেরই প্রাথমিক পর্বে অংশগ্রহণ করে ইরানি কুস্তিগিররা ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। এই দুই বিভাগে স্বর্ণপদক লাভ করলে ইরান গ্রেকো রোমান কুস্তিতে টিম হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।