অক্টোবর ২১, ২০২১ ১৬:৪৩ Asia/Dhaka
  • ‘ইয়া মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ সাংকেতিক নামে বিশাল বিমান মহড়া শুরু

‘ইয়া মুহাম্মাদ রাসুলুল্লাহ (সা.)’ সাংকেতিক নামে বিশাল বিমান মহড়া শুরু করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিসহ পদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আজ এই মহড়ার উদ্বোধন করা হয়।

দেশ জুড়ে এই বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় যুক্ত হয়েছে ইরানের পাঁচটি সামরিক বিমানঘাঁটি এবং কয়েক ডজন জঙ্গিবিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান ও গোয়েন্দা বিমানসহ বিভিন্ন ধরনের বিমান ও ড্রোন অংশ নিচ্ছে।

এই মহড়ায় বোয়িং-৭০৭ এবং ৭৪৭ থেকে জ্বালানি সরবরাহ করার অনুশীলন চালানোর কথা রয়েছে।

 

এছাড়া দেশে তৈরি কারার, কিয়ান, আবাবিল, আরাশ ও কামান নামের ড্রোন ব্যবহার করা হচ্ছে। এসব ড্রোনে রকেট, প্রিসিশন-গাইডেড মিসাইল, দীর্ঘ পাল্লার স্মার্ট বোমা ও রাডারে জ্যাম সৃষ্টিকারী যন্ত্রপাতি বসানো আছে। মহড়ায় অংশ নেয়া পাঁচটি ঘাঁটির মধ্যে ইস্ফাহান প্রদেশের শহীদ বাবায়ি ঘাঁটি ও উত্তর আজারবাইজান প্রদেশের শহীদ ফাকুরি বিমানঘাঁটি রয়েছে।

ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের উপ-প্রধান মেহদি হাদিয়ান বলেছেন, কখনো যুদ্ধ করতে হলে যাতে শত্রুদের সহজেই নাস্তানাবুদ করা যায় সে ধরণের প্রস্তুতিই সম্পন্ন করা হচ্ছে এই মহড়ায়।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ