নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ড্রোন শক্তির ক্ষতি করা যাবে না
(last modified Mon, 01 Nov 2021 02:23:40 GMT )
নভেম্বর ০১, ২০২১ ০৮:২৩ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি\'র একটি ড্রোন প্রদর্শনী (ফাইল ছবি)
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি\'র একটি ড্রোন প্রদর্শনী (ফাইল ছবি)

ইরানের পাইলটবিহীন বিমান বা ড্রোন শক্তি এতটা বিস্তার লাভ করেছে যে, নিষেধাজ্ঞা দিয়ে তার কোনো ক্ষতি করা যাবে না। ইরানের প্রভাবশালী সংসদ সদস্য সাইয়্যেদ মোহাম্মাদ-রেজা মির তাজেদ্দিনি রোববার বার্তা সংস্থা- ‘খানে-ই-মেল্লাত’কে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

মার্কিন সরকার ইরানের ড্রোন শিল্পের লাগাম টেনে ধরার লক্ষ্যে সম্প্রতি এই খাতে জড়িত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেন মির তাজেদ্দিনি। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সম্পূর্ণ পরিপন্থি এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল।

ইরানের প্রভাবশালী সংসদ সদস্য সাইয়্যেদ মোহাম্মাদ-রেজা মির তাজেদ্দিনি 

তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার জন্য যেকোনো ধরনের সামরিক শক্তি অর্জনের অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে। কাজেই আমেরিকানরা ইরানকে এই অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে না। তিনি বলেন, আমেরিকা এখন পর্যন্ত ইরানের ড্রোন শক্তির মোকাবিলা করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতে এই ব্যর্থতা  আরো মারাত্মকভাবে চোখে পড়বে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ