'নিরপেক্ষ সংবাদের কারণে রেডিও তেহরান শ্রোতাদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে'
(last modified Wed, 24 Nov 2021 12:30:04 GMT )
নভেম্বর ২৪, ২০২১ ১৮:৩০ Asia/Dhaka
  • 'নিরপেক্ষ সংবাদের কারণে রেডিও তেহরান শ্রোতাদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে'

মহাশয়, রেডিও তেহরানের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তরতাজা বিশ্বসংবাদ আমাদের হৃদয় জয় করে নিয়েছে। যখন আমরা অন্যান্য মাধ্যমে সংবাদ শুনি তখন রেডিও তেহরানের নিরপেক্ষতার স্বরূপ আরো স্পষ্ট হয়ে ওঠে।

আজকাল বেশিরভাগ সংবাদমাধ্যমের সংবাদই পক্ষপাত দোষে দুষ্ট। সেসব সংবাদ মাধ্যম কোনো না কোনো পক্ষকে পরোক্ষভাবে সমর্থন করে সংবাদ পরিবেশনের চেষ্টা করে। অথচ রেডিও তেহরান নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে শ্রোতাদের কাছে বিশ্বস্ত হয়ে উঠেছে।

শুধু বিশ্ব সংবাদ নয়, রয়েছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, কথাবার্তা, সাপ্তাহিক দর্পন- সবই যেন বিশ্ব সংবাদের অসম্পূর্ণতাকে পরিপূর্ণতা দান করে আমাদের সংবাদ পিপাসু মনের পিপাসা মেটায়।

ধর্মীয় অনুষ্ঠান যেমন পবিত্র কুরআন তেলাওয়াত, সাপ্তাহিক কুরআনের আলো, আসমাউল হুসনা আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করে। এর সাথে বিশেষ বিশেষ পর্ব উপলক্ষে পরিবেশিত বিশেষ অনুষ্ঠান তো আছেই।

রংধনু আসর রেডিও তেহরানের একটি জনপ্রিয় অনুষ্ঠান। শিশু-কিশোরসহ সমস্ত বয়সের  শ্রোতাদের মনের মত অনুষ্ঠান রংধনু। রংধনুর সাত রঙে শুধু যে শিশু কিশোররা রাঙিত হয় তা নয়, আমরা যারা বয়সে প্রবীণ তারাও রংধনুর রঙে রাঙিয়ে উঠি। শিশু-কিশোরদের সৃষ্টিশীল সৃজনাত্মক কাজে উৎসাহ যোগায় রংধনু।

'আদর্শ মানুষ গড়ার কৌশল' রেডিও তেহরানের অতি প্রয়োজনীয় শিক্ষামূলক একটি অনুষ্ঠান। বিশেষ করে অভিভাবকদের সন্তান পালনে এই অনুষ্ঠানটি একটি দিক নির্দেশক এর ভূমিকা পালন করে। ইসলামি দৃষ্টিতে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই অনুষ্ঠানটি অভিভাবকদের কাছে পাথেয়।

ইরান প্রাচীন সভ্যতার একটি দেশ। সুতরাং এদেশের সাহিত্য ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ। ইরানের কালজয়ী গল্পের পসরা 'গল্প ও প্রবাদের গল্প' আমাদের চিন্তা ও চেতনাকে সাহিত্যের আস্বাদনে ভরিয়ে দিতে এই অনুষ্ঠানের তুলনা মেলা ভার। সত্যিই এই অনুষ্ঠানটি আমাদের মনকে ছুঁয়ে যায়।

ইরানের ট্র্যাভেল এন্ড ট্যুরস বিষয়ক ধারাবাহিক সাপ্তাহিক অনুষ্ঠান 'ইরান ভ্রমণ' অনুষ্ঠানের মাধ্যমে ইরানকে মানস দৃষ্টিতে দেখার সুযোগ মেলে। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য নিয়ে ইরান দাঁড়িয়ে আছে। বিশাল এই ইরান দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সব উপাদান। সেসব সম্পর্কে জানতে কৌতুহল হয় বৈকি। আর সেই কৌতূহল মেটাতে ইরান ভ্রমণ অনুষ্ঠানটি বিশেষ সহায়তা করে।

শ্রোতাদের শরীর স্বাস্থ্যের প্রতি গভীর নজর রয়েছে রেডিও তেহরানের। বিভিন্ন অসুখের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে সচেতন হতে স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি দারুণভাবে কাজে দেয়।

প্রচারের ঝলকানিতে পাশ্চাত্য দেশ ও সমাজ আমাদের মনের মধ্যে নানা কাল্পনিক অলীক জগতের চিত্র উঁকি মারে। কিন্তু বাস্তব অবস্থা জানতে চাইলে শুনতেই হবে পাশ্চাত্যে জীবনব্যবস্থা অনুষ্ঠানটি।

এছাড়া রয়েছে সাপ্তাহিক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন, যা ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তাইতো রেডিও তেহরান শ্রোতাদের কাছে এত জনপ্রিয় বেতার কেন্দ্রে পরিণত হয়েছে।

 

ধন্যবাদান্তে

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী, বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ