রেডিও তেহরানের 'পাশ্চাত্যে জীবনব্যবস্থা' ও 'রংধনু আসর' সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i100808
মহোদয়, লিপিকার শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের লেখায় রেডিও তেহরান থেকে প্রচারিত গত দু'দিনের দু'টি অনুষ্ঠান সম্পর্কে মতামত তুলে ধরছি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২১ ১৫:৫৭ Asia/Dhaka
  • রেডিও তেহরানের 'পাশ্চাত্যে জীবনব্যবস্থা' ও 'রংধনু আসর' সম্পর্কে মতামত

মহোদয়, লিপিকার শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের লেখায় রেডিও তেহরান থেকে প্রচারিত গত দু'দিনের দু'টি অনুষ্ঠান সম্পর্কে মতামত তুলে ধরছি।

গতকাল (শুক্রবার) 'পাশ্চাত্যে জীবনব্যবস্থা' অনুষ্ঠানে 'আমেরিকার চিকিৎসাব্যবস্থা' শীর্ষক আলোচনায় একটি চমৎকার তথ্যপূর্ণ আলোকপাত শুনতে পেলাম। জানতে পারলাম, আমেরিকার চিকিৎসা ব্যবস্থা খুবই ব্যয়বহুল। যেকোনো রোগের চিকিৎসা করাতে গেলে রোগীকে ঘুমের ঔষধ দেওয়া হয়। এই ঘুমের ঔষধ খেয়ে রোগী অস্বস্তি বোধ করে। রোগ তো সারেই না বরং শারীরিক অসুস্থতা বেড়ে যায়। এই পরিবেশনা শুনে আমেরিকার চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অবগত হলাম।

সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাই। 

এর আগে গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রংধনু আসরে 'মোরগ-মুরগির গোমর ফাঁস' শীর্ষক উগান্ডার রূপকথার গল্পটি খুবই চমৎকার লেগেছে। 

ভালো লেগেছে ঢাকা সারেগামা একাডেমির শিশু শিল্পীর কণ্ঠে কাজী নজরুল ইসলামের কান্ডারী হুঁশিয়ার কবিতার আবৃত্তি এবং ছড়া গানটি। 

গল্প, কবিতা আবৃত্তি এবং গান নিয়ে সাজানো এদিনের রংধনু অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। মনোজ্ঞ রংধনু আসর উপহার দেওয়ার জন্য এ অনুষ্ঠানের কারিগর শ্রদ্ধেয় আশরাফুর রহমান ভাইকে অশেষ ধন্যবাদ জানাই। প্রান্তিকে আবারও শুভেচ্ছা জানাই।

 

মনীষা রায় 

মেখলিগঞ্জ, কোচবিহার,

পশ্চিমবঙ্গ, ভারত। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।