ডিসেম্বর ১৭, ২০২১ ১১:৪৪ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান থেকে ইরান-ইরাক যুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছি’

আসসালামু আলাইকুম। ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগের বর্তমান প্রচারিত সকল অনুষ্ঠান দারুণ উপভোগ করছি। সপ্তাহজুড়ে নিয়মিত সবগুলো পর্ব শোনার চেষ্টা করি। কোনো কারণে সময় মতো শুনতে না পারলে পরে ইউটিউব বা ফেসবুক লাইভের অনুষ্ঠান থেকে শুনে নিই। 

আজকের পুরো অনুষ্ঠান শুনলাম। দারুণ উপভোগ্য ছিল প্রতিটি পর্ব। বিশেষ করে আজকের "ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস" শীর্ষক অনুষ্ঠানটি বেশ ভালো লাগল। 

"যুদ্ধ নয় শান্তির আহ্বান বিশ্বময়"

যেকোনো দেশের মধ্যকার সংঘটিত যুদ্ধ সাধারণ মানুষের জীবন বিপন্ন করে দেয়। 

শান্তির প্রতীক সাদা পায়রাগুলো আহত হয়ে ডানা ঝাপটিয়ে বারবার যুদ্ধের ভয়াবহতার বর্ণনা দেয়। 

এই পর্বগুলো থেকে নানান বিষয়ে জানতে পারছি। একসময় এই সব বিষয়গুলো খুব ভাবাতো। অস্থিরতা অনূভব করতাম। এখন রেডিও তেহরানের অনুষ্ঠান থেকে ইরান-ইরাক যুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছি। ধন্যবাদ রেডিও তেহরান কর্তৃপক্ষকে। 

আমি মনে করি যেকোনো যুদ্ধেই মানবতার পরাজয় হয়। আর সেই যুদ্ধ যদি কোনো মুসলিম দেশের মধ্যে সংঘটিত হয় তাহলে আত্মাটা কেঁদে ওঠে বারবার। তাই যুদ্ধ নয় -শান্তি চাই,,,
ভালো থাকুক পৃথিবীর সমস্ত মানবিক মানুষ।

 

সোহেল রানা হৃদয়
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ