শ্রোতাদের মতামত
‘স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি রেডিও তেহরানের একটি সদর্থক পদক্ষেপ’
মহাশয়, কথাই বলে স্বাস্থ্যই সম্পদ। ভারতীয় সংস্কৃত শাস্ত্রে বলে ‘শরীরম্ অদ্যম আলু’- দেহ হবে সুস্থ, সবল। শরীর যদি হয় রুগ্ন তাহলে পৃথিবীর রূপ রস গন্ধ কর সবই হয়ে যায় বিবর্ণ বিস্বাদ। কোনো যন্ত্রকে সচল রাখতে তার প্রতি আমাদের যত্নবান হতে হয়, মানব শরীর ও ও যন্ত্রস্বরূপ। তাই তাকে সুস্থ ও সচল রাখতে আমাদেরও হতে হবে বিশেষ যত্নবান।
শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয়, সমষ্টির স্বার্থে জনস্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া একান্ত প্রয়োজন। জনস্বাস্থ্য রক্ষার দায়িত্ব সরকারের। কিন্তু ভারত এবং বাংলাদেশ সরকার ব্যবস্থায় যে দুরবস্থা প্রায়ই দেখা যায়, তাতে আমাদের নিজেদের সচেষ্ট হওয়া বিশেষ প্রয়োজন। ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক সচেতনতা বিশেষভাবে গুরুত্ব পায়।
স্বাস্থ্যই সাফল্যের সিঁড়ি। তাই এই সম্পর্কে আমরা সযত্নে রক্ষা করতে না পারলে মানব সভ্যতায় নেমে আসবে অনন্ত কালো রাত্রি। এর প্রতি উদাসীনতা নয়, সবার সচেতনতা ও কর্মপ্রচেষ্টাই কাম্য। আমাদের মনে রাখতে হবে যেকোনো মূল্যে আমাদের এ সম্পদকে ধরে রাখতে হবে। ইতোমধ্যে এই সচেতনতা বৃদ্ধিতে শ্রোতাদের আত্মার আত্মীয় রেডিও তেহরান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রতি সপ্তাহে তারা প্রচার করছে স্বাস্থ্যকথা নামক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।
স্বাস্থ্যকথা অনুষ্ঠানে বিগত কয়েক সপ্তাহ ধরে থাইরয়েড নিয়ে সুন্দর আলোচনার পর এবার ক্যান্সার বিশেষ করে ব্লাড ক্যান্সার নিয়ে আলোচনা চলছে। ক্যান্সার নিয়ে সাত পর্বের আলোচনায় গত ১৫ ডিসেম্বর গাজী আব্দুর রশিদের সুন্দর উপস্থাপনায় মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কামরুল হাসানের সাথে ব্লাড ক্যান্সার নিয়ে সুন্দর আলোচনা শ্রোতাদেরকে বিশেষভাবে সচেতনতার পথ দেখিয়েছে। এই আলোচনায় গাজী আব্দুর রশিদ ডাক্তার কামরুল হাসানকে যেসব প্রশ্ন করেন তার উত্তরের মাধ্যমে ডাক্তার বাবুর কাছ থেকে নানা তথ্য পেয়ে যান। যেমন- ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বা ক্যান্সার ক্ষেত্রেই বংশগত প্রভাব আছে কিনা, ক্যান্সারে ঝুঁকির বিষয় কিভাবে বোঝা যাবে, ভেজাল খাদ্যদ্রব্য এর প্রভাব কী হতে পারে, বিশ্বে এবং বাংলাদেশি ক্যান্সারের পরিসংখ্যান কী, গবেষণার জন্য ডাক্তার বাবু কামরুল হাসান গবেষণার জন্য ইরান সফরের অভিজ্ঞতা কী ইত্যাদি প্রশ্নগুলো মধ্য দিয়ে যে উত্তরগুলো তারা পেয়েছে তা নিঃসন্দেহেই তাদেরকে সচেতন করতে সাহায্য করবে। এভাবেই স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি শ্রোতাদেরকে স্বাস্থ্যসচেতনতায় উদ্বুদ্ধ করে শ্রোতাদের বিশেষ সাহায্য করছে।
স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি রেডিও তেহরানের একটি সদর্থক পদক্ষেপ। আমরা রেডিও তেহরানের শ্রোতা হয়ে যদি স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পারি এবং স্বাস্থ্যকথা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সচেতনতা উত্তরোত্তর বাড়িয়ে দিতে পারি তাহলেই আসবে সাফল্য। সফল হবে রেডিও তেহরানের এই শুভ প্রচেষ্টা। রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানের মধ্য দিয়ে কুসংস্কার এবং অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দূর করে জনস্বাস্থ্যের রাহুমুক্তি ঘটাতে হবে আমাদের শ্রোতাদেরকে। সুন্দর এবং অতি প্রয়োজনীয় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনের জন্য গাজী আব্দুর রশিদ এবং রেডিও তেহরান কর্তৃপক্ষকে আবারো অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।