‘রেডিও তেহরান আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে’
(last modified Tue, 28 Dec 2021 05:34:49 GMT )
ডিসেম্বর ২৮, ২০২১ ১১:৩৪ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা রাখি সবাই কুশলে আছেন। রেডিও তেহরানের ‘রংধনু আসর’, ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’, ‘গল্প ও প্রবাদের গল্প’, ‘আসমাউল হুসনা’, ‘কুরআনের আলো’ প্রভৃতি মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ অনুষ্ঠান আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে।

আমি মনে করি বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, ইরান ভ্রমণ, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা,  দর্পন, স্বাস্থ্যকথা এবং উপরে উল্লেখিত অনুষ্ঠানগুলোর চাহিদা শ্রোতাদের কাছে কখনও ফুরাবে না। আর এসব অনুষ্ঠান শুনে আমার মতো অনেক শ্রোতা ব্যক্তি ও পারিবারিক জীবনকে আলোকিত করছে। ব্যক্তি ও পারিবারিক ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং সমাজে ইতিবাচক ভুমিকা রাখছে।

২৪ ডিসেম্বর শুক্রবার প্রচারিত রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও দর্পন শুনে আমি মুগ্ধ হয়েছি। তাই এসব অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে মতামত পাঠালাম।

জীবনকে ভালোভাবে গড়তে, রেডিও তেহরানকে হবে শুনতে। নিয়মিত রেডিও তেহরান শুনুন। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তুরাবি ফার্দ বলেছেন, ইরানে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এ অঞ্চলে নিরাপত্তার গভীরতাকে তাৎপর্যপূর্ণ পর্যায়ে উন্নত করতে সক্ষম হয়েছে। তেহরানের জুমা নামাজের খোতবায় ইরানের এই বিশিষ্ট আলেম ওই মন্তব্য করেন। তিনি বলেছেন, মার্কিন সরকার ও অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল যখন পশ্চিম এশিয়ায় অশান্তি ও অস্থিতিশীলতার হোতা হিসেবে ভূমিকা রাখছে তখন ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এ অঞ্চলে নিরাপত্তার গভীরতাকে তাৎপর্যপূর্ণ পর্যায়ে উন্নত করতে সক্ষম হয়েছে এবং এভাবে কেবল ইরানের জন্য নয় গোটা মুসলিম বিশ্বের জন্যও শক্তিমত্তা সৃষ্টির পথ খুলে দিয়েছে। তিনি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকেও শক্তিশালী করার ওপর জোর দিয়ে বলেছেন, অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে, তেহরান তাতে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা অব্যাহত রাখবে কিন্তু পাঁচ জাতিগোষ্ঠীর বাড়তি দাবি কখনো বিবেচনা করবে না।  ইরান সফরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, ভিয়েনায় সম্প্রতি যে আলোচনা হয়েছে তাতে দুই দফা আলোচনা শেষে আমরা একটি খসড়া প্রস্তাব এবং একটি মাত্র এজেন্ডা তুলে ধরেছি, এটি একটি বড় অগ্রগতি। এ সময় তিনি ইউরোপের কয়েকটি দেশের অবস্থানের সমালোচনা করেন। 

অন্য একটি খবর থেকে আমরা জানতে পারি যে, ডা. ফারুক আবদুল্লাহ বলেন, ভারত সাম্প্রদায়িক হয়ে উঠছে। এটা একসময় ধর্মনিরপেক্ষ ছিল। কিন্তু ভারতের বর্তমান অবস্থান খুবই বেদনাদায়ক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাদের সামরিক মহড়ার চতুর্থ ও শেষ দিনে একই সঙ্গে বিভিন্ন ধরনের ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মহানবী (স)-১৭ নামের এই মহড়ার শেষদিনে আজ (শুক্রবার) ইরানি সেনারা দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

২২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই বিশেষ ক্ষমা পেয়েছেন। তিনি দুর্নীতির মামলায় ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন। তবে শুক্রবার তাকে ক্ষমা করার ঘোষণা দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে ইন। ৬৯ বছর বয়স্ক পার্ক জিউন-হাই কাঁধে ও পিঠে ব্যথাজনিত অসুস্থতায় ভুগছিলেন। এ জন্য তাকে তিন দফায় হাসপাতালে ভর্তি হতে হয়।

বিশ্বসংবাদে আজ বাংলাদেশের খবরও ছিল। সে খবর থেকে জানতে পারি যে, ঝালকাঠির সুগন্ধ্যা নদীতে লঞ্চ ডুবিতে ৪০ জনের মৃত্যু, ৪০ জনের অবস্থা আশঙ্কা জনক। ফিটনেস বিহীন যানবাহনেন লাইসেন্স দেওয়াকে এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

দর্পন: হযরত মরিয়ম (আ.) অলৌকিকভাবে (আল্লাহর আদেশে) মা হন। বিবি মরিয়মকে নগরের লোকজন পবিত্র মনে করতেন। কিন্তু তাঁর কোলে ছেলে দেখে নগরের মানুষ জন তাঁকে ধিক্কার জানালেন। লোকদের প্রশ্নের মুখে শিশু পুত্র ঈসা (আ.) বলে উঠলেন, আমি আল্লাহ প্রদত্ত নবী। আমার উপর নামাজ ও যাকাত ফরজ করা হয়েছে। সত্যিকার অর্থে দর্পন ছিল আজকের অসাধারণ এক অনুষ্ঠান। চমৎকার অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানের সবাইকে ধন্যবাদ জানাই।

 

শুভেচ্ছান্তে,

মার্জিয়া

নিকলী, কিশোরগঞ্জ

সহযোগী সদস্য, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ, বাংলাদেশ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।