‘রেডিও তেহরান চিকিৎসা সেবাও দিয়ে থাকে!’
(last modified Fri, 28 Jan 2022 14:59:10 GMT )
জানুয়ারি ২৮, ২০২২ ২০:৫৯ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান চিকিৎসা সেবাও দিয়ে থাকে!’

প্রিয় জনাব/জনাবা, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো ও কুশলেই আছেন।

রেডিও তেহরানের বাংলা বিভাগের জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত আমি নিয়মিত অনুষ্ঠান শুনে আসছি। শ্রোতাদের চাহিদার প্রতি খেয়াল রেখেই রেডিও তেহরান সুন্দর সুন্দর মনোগ্রাহী, শিক্ষণীয়, তথ্যবহুল এবং জ্ঞানবর্ধক অনুষ্ঠানমালা সম্প্রচার করে আসছে। রেডিও তেহরানের সম্প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

ইংরেজিতে একটি প্রবাদ আছে  Health is Wealth  অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। দার্শনিক প্লেটো বলেছেন, "সুন্দর সুগঠিত দেহই নির্মল মনের আবাসভূমি"। প্রচুর ধন সম্পদের অধিকারী হলেও সুখী জীবন কল্পনা করা যায় না। স্বাস্থ্য সংরক্ষণের জন্য প্রয়োজন সুচিকিৎসা। তাই তো রেডিও তেহরান শ্রোতাদের কথা মাথায় রেখে প্রতি বুধবার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা নামে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ মানব দেহের যাবতীয় রোগ, তার প্রতিকার সম্পর্কে আলোচনা করে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন।

ইতোমধ্যে অনেকগুলো রোগ ও তার প্রতিকার সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আলোকপাত করেছেন। যেমন- ডেঙ্গু জ্বর, কোভিড-১৯, মানসিক রোগ, ব্লাড ক্যান্সার এবং ব্রেইন স্ট্রোক ইত্যাদি।

গাজী আব্দুর রশীদ সাহেবের চমৎকার সাক্ষাৎকার গ্রহণে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজের ক্লিনিকাল হেমাটোলজি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান সাহেবের সাক্ষাৎকারে ব্রেইন ক্যান্সার রোগের ওপর ৮ পর্বের দীর্ঘ আলোচনাটি এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং হৃদরোগ বিশেষজ্ঞ  ডা. মো. তাইফুর রহমান সাহেবের সাক্ষাৎকারে ব্রেইন স্ট্রোকের ওপর ৪ পর্বের গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনাটি শুনে আমি খুবই উপকৃত হয়েছি এবং অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে সক্ষম হয়েছি।

একজন শ্রোতা অতি সহজেই বিনা পয়সায় ঘরে বসে বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে নানা তথ্য ও পরামর্শ পেতে পারেন। সুস্থ সুন্দর জীবন গঠনে রেডিও তেহরানের ভূমিকা অপরিসীম। তাই আমি রেডিও তেহরানের অন্যান্য অনুষ্ঠানগুলোর সাথে সাথে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা শুনতে কখনোই ভুল করি না। আপনারাও নিয়মিত রেডিও তেহরানের সম্প্রচারিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথা শুনুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।

 

ধন্যবাদান্তে-

আপনাদেরই সিনিয়র শ্রোতা বন্ধু

মোখলেছুর রহমান,

মহাপরিচালক, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল 

খাদিমপুর বাজার, জেলা : কুষ্টিয়া।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

ট্যাগ