‘রেডিও তেহরানের সুখের নীড় অনুষ্ঠান থেকে নানাভাবে উপকৃত হচ্ছি’
(last modified Sun, 28 Aug 2022 05:57:27 GMT )
আগস্ট ২৮, ২০২২ ১১:৫৭ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের সুখের নীড় অনুষ্ঠান থেকে নানাভাবে উপকৃত হচ্ছি’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের জনপ্রিয়তা ক্রমশঃ বেড়েই চলেছে। যারা দীর্ঘদিন ধরে রেডিও তেহরান শুনতেন, তারা তো শুনছেনই। এর বাইরে পুরাতন শ্রোতারাও ফিরে এসেছেন, শুনছেন, চিঠিপত্র পাঠাচ্ছেন। অন্যদিকে নানামূখী শ্রোতাবান্ধব পদক্ষেপের কারণে নতুন নতুন শ্রোতা সৃষ্টি হচ্ছে। নতুন প্রজন্মের এসব শ্রোতাই রেডিও তেহরানের আগামী দিনের পথচলার সাথী। একজন পুরোনো শ্রোতা হিসেবে নতুন দিনের এসব শ্রোতাদের স্বাগত জানাই।

আসলে রেডিও তেহরানের কল্যাণমূখী বিভিন্ন অনুষ্ঠানের কারণে এর প্রতি শ্রোতাদের আগ্রহ বাড়ছে। এসব অনুষ্ঠান ইহলৌকিক জীবনকে যেমন সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করে, তেমনি পারলৌকিক মুক্তির পথও দেখায়। গত ২১/০৮/২০২২, রোববার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত একটি অনুষ্ঠান আমাদেরকে সে কথাই মনে করিয়ে দেয়। অনুষ্ঠানটি হলো সুখের নীড়। এ অনুষ্ঠান থেকে আমরা ইসলাম ও ইরানের সুন্দর পরিবার গঠনের নির্দেশনাগুলো সম্পর্কে জানতে পারি। এসব নির্দেশনা শুধু ইরানে সুন্দর পরিবার গঠনে সহায়ক নয়, বরং বিশ্বের সকল দেশে সুন্দর ও উন্নত পরিবার গঠনে সহায়ক। আমরা বাংলা বিভাগের শ্রোতারা, বিশেষতঃ বাংলাদেশ ও ভারতের মানুষেরা ‘সুখের নীড়’ অনুষ্ঠানটি থেকে নানাভাবে উপকৃত হচ্ছি। সুখী ও সুন্দর পরিবার গড়ে তুলতে প্রয়াস পাচ্ছি। 

২১ আগস্ট রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত সুখের নীড় উপস্থাপনায় ছিলেন আকতার জাহান ও রেজওয়ান হোসেন। তাঁদের সাবলীল উপস্থাপনায় আমরা এর ২৫তম পর্ব শুনতে পেয়েছি। অত্যন্ত আনন্দদায়ক যে, অনুষ্ঠানটি শুরু হয়েছে পবিত্র কুরআনের একটি আয়াত দিয়ে। অনুষ্ঠানের শুরুতেই সূরা রোমের ২১ নম্বর আয়াত থেকে পড়ে শোনানো হয়। এ আয়াতে মহান রাব্বুল আলামীন বলেছেন, “আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীনীদের সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে।”

কী চমৎকার কথা! নারী ও পুরুষ পরস্পরের জন্য। প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে প্রত্যেকের। স্বামী-স্ত্রী পরস্পরকে ভালোবাসার জন্য, পরস্পরকে শ্রদ্ধা করার জন্য, পরস্পরকে দয়া করার জন্য মহান আল্লাহর উদ্বাত্ত নির্দেশনা। একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম পুরুষ ও নারীকে এভাবে সমানভাবে সম্মানিত করেনি।

সুখের নীড় অনুষ্ঠানে পবিত্র কুরআনের উদ্বৃতি ছাড়াও উদাহরণ হিসেবে এসেছে কবি নজরুলের কবিতা। ইসলাম ও ইরানি পরিবার গঠনে এসব উদাহরণ সত্যিই প্রশংসনীয়। এমন সুন্দর, তথ্যবহুল, বিশ্লেষণাত্মক ও শিক্ষামূলক একটি অনুষ্ঠান উপহার দেয়ায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠান থেকে আমরা আরো জানতে পারি যে, পরিবার গঠনে শুধু পুরুষ নয়, নারীদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া পরিবার গঠনে কুর্দি নারীদের ভূমিকা জেনে খুব ভালো লেগেছে। তারা একদিকে যেমন পরিবারের নানা দায়িত্ব পালন করেন, অন্যদিকে যুদ্ধে স্বামী ও পুত্রদের সহায়তা করেন। ইসলাম যে নারী ও পুরুষকে সমান মর্যাদা দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এ অনুষ্ঠান শুনে প্রতিটি মানুষ সুন্দর ও সুখী পরিবার গড়ে তুলবেন- সেটাই আমাদের কাম্য। আর তাহলেই রেডিও তেহরানের এ অনুষ্ঠান সার্থক হবে। ধন্যবাদান্তে,

 

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০

বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ