'কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ অনুষ্ঠানটি ছিল অনবদ্য'
(last modified Sat, 03 Sep 2022 12:21:17 GMT )
সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৮:২১ Asia/Dhaka
  • 'কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ অনুষ্ঠানটি ছিল অনবদ্য'

জনাব, আসসালামু আলাইকুম। আশা করি  সকলেই ভালো আছেন পরম করুনাময় আল্লাহর অশেষ কৃপায়। আর কামনাও তাই।

বর্ষণবিধৌত মেঘমুক্ত আকাশের সুনীল রূপক্রান্তি, লঘুভার মেঘের অলস মন্থর নিরুদ্দেশ যাত্রা, আলো ছায়ার লুকোচুরি, শিউলি ফুলের মন উদাস করা গন্ধ, নদী  তীরে কাশফুলের অপূর্ব সমারোহ, তৃণ পল্লবে নব শিশিরের আলপনা, তাতে প্রভাত সূর্যের রশ্মিপাত, শরতের এই অনুপম রূপশ্রীর একরাশ  শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পত্র লিখা।

বেশ কিছু দিন পরে সময় করে লিখতে বসলাম। সংসার জীবনের নানান ব্যস্ততার কারণে নিয়মিত লিখাটাও কেমন যেন কঠিন হয়ে পড়ছে আমার কাছে। আসলে বর্তমান জীবনযাত্রায় থেমে থাকার অবকাশ এতই কম যে, মাঝে মাঝে নিজের  জীবনকেও যেন আমরা অস্বীকার করে ফেলি যা ভাবতে বড্ড লজ্জা হয় যা এই মুহূর্তে আমার হচ্ছে।

এবার আসা যাক আমার প্রিয় বেতার রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রসঙ্গে। আজকের (১ সেপ্টেম্বর) অনুষ্ঠান অত্যন্ত মনোযোগ সহকারে শুনলাম। পবিত্র কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, রংধনু, কথাবার্তাসহ সমস্ত অনুষ্ঠান শুনলাম। কিন্তু আশরাফ ভাইয়ের গ্রন্থনা ও প্রযোজনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ অনুষ্ঠানটি ছিল অনবদ্য। আমার প্রিয় কবিকে নিয়ে অসাধারণ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আশরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় কবির লিখা কবিতা,  ছড়া, গান এমন সুন্দরভাবে পরিবেশিত হলো যা ভাষায় প্রকাশে আমি ব্যর্থ। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি, মেহনতী মানুষের কবি। আরও চিত্তাকর্ষক হতো যদি তার বিদ্রোহী ও সাম্যবাদী কবিতার কিছু অংশ পরিবেশিত হতো। সময় সংকীর্ণতার জন্য তা হয়ে উঠেনি। আগামীতে প্রিয় কবিকে নিয়ে আরও অনেক অনেক আলোচনা শোনার প্রত্যাশা রইল।

আজ এ পর্যন্তই। আবারও আগামীতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত একটি শুভ দিন  কামনা করে ও আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে ইতি টানলাম  আজকের পত্র লিখায়। সালামান্তে,

 

নিজামুদ্দিন সেখ

সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: নওপাড়া শিমুলিয়া, জেলা: মুর্শিদাবাদ. পশ্চিম বঙ্গ, ভারত

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

 

ট্যাগ