শ্রোতাদের মতামত
'রংধনু আসরের প্রতিটি পর্ব নতুনত্বে ভরপুর থাকে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭ নভেম্বর বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর আমাদের খুব খুব ভালো লেগেছে। এমন সুন্দর ও উপভোগ্য একটি অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগ, বিশেষত রংধনু আসরের নির্মাতা আশরাফুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই।
নিঃসন্দেহে রংধনু আসর সকল শ্রেণির শ্রোতার অতি প্রিয় অনুষ্ঠান। ছোট-বড়, নারী-পুরুষ সবাই এ অনুষ্ঠানটি অতি আগ্রহ সহকারে শুনে থাকেন। কুরআনের কথা, মজার মজার গল্প, ছোটদের অংশগ্রহণে ইসলামি গান প্রভৃতি এ অনুষ্ঠানটিকে আলাদা স্বাতন্ত্রতা দান করেছে। অধিকন্তু রংধনু আসরের প্রতিটি পর্ব নতুনত্বে ভরপুর থাকে।
বৃহস্পতিবারের রংধনু আসরে কুরআনের একটি গল্প প্রচারিত হয়। হযরত সোলাইমান (আ.) ও রানি বিলকিসকে নিয়ে এ গল্পটি যেমন শিক্ষণীয়, তেমনি আনন্দদায়ক। আমরা, ইসলাম অনুসারীরা কুরআনের এ গল্পটি সম্পর্কে জানি। কিন্তু রেডিও তেহরানের সাবলীল উপস্থাপনায় গল্পটি আজ আমাদের কাছে নতুনরূপে ধরা দিয়েছে।
হযরত সোলাইমান (আ.) অনন্যসাধারণ নবী ছিলেন। তিনি পশুপাখির ভাষা বুঝতে পারতেন। এক হুদহুদ পাখি ছিল তার গোয়েন্দা দলের সদস্য। এ পাখি একদিন হযরত সোলাইমান (আ.)-কে রানি বিলকিস এবং তার রাজ্য ও ক্ষমতা সম্পর্কে তথ্য দেন। রানির ক্ষমতা ও প্রাচুর্যের বর্ণনা দেন। বিস্তারিত শুনে হযরত সোলাইমান (আ.) রানিকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান।
নানা ঘটনার প্রেক্ষিতে রানি বুঝতে পারেন যে, হযরত সোলাইমান (আ.) সত্যিই আল্লাহর একজন নবী এবং প্রভাবশালী বাদশাহ। তাই রানি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং হযরত সোলাইমান (আ.) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
অনুষ্ঠানের শেষদিকে শিশুশিল্পী মবিনের কণ্ঠে দেওয়ান হাছন রাজার ‘আমি না লইলাম আল্লাজির নাম’ গানটি খুবই ভালো লেগেছে। সব মিলে অসাধারণ একটি অনুষ্ঠান প্রচার করায় গাজী আবদুর রশিদ, আকতার জাহান ও আশরাফুর রহমানকে আবারো ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে, মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯