"রেডিও তেহরানের নবসংযোজন 'নারী : মানব ফুল' অত্যন্ত সময়োপযোগী"
https://parstoday.ir/bn/news/letter-i116216-রেডিও_তেহরানের_নবসংযোজন_'নারী_মানব_ফুল'_অত্যন্ত_সময়োপযোগী
মহাশয়, ইরানে নারীর অবস্থান নিয়ে একটি বিতর্ক মিডিয়ায় বেশ কিছুদিন থেকে নিয়মিত ঘুরপাক খাচ্ছে। আমাদের ভারত বা বাংলাদেশের মিডিয়া অনেকটাই পাশ্চাত্য মিডিয়ার অনুলিপি।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
নভেম্বর ২২, ২০২২ ১৫:২৩ Asia/Dhaka

মহাশয়, ইরানে নারীর অবস্থান নিয়ে একটি বিতর্ক মিডিয়ায় বেশ কিছুদিন থেকে নিয়মিত ঘুরপাক খাচ্ছে। আমাদের ভারত বা বাংলাদেশের মিডিয়া অনেকটাই পাশ্চাত্য মিডিয়ার অনুলিপি।

ইরানি নারীদের নিয়ে যেভাবে রাজনৈতিক কৌশলে প্রকৃত অবস্থার বিপরীতে ইরানকে আন্তর্জাতিক স্তরে হেয় করতে তথাকথিত নারী স্বাধীনতার নামে ইরানের যে চিত্র তুলে ধরার চেষ্টা করা হয় সেটি আমাদের দেশেও প্রচার পায়। এমতাবস্থায় রেডিও তেহরানের নব সংযোজন "নারী : মানব ফুল" অত্যন্ত সময়োপযোগী।

প্রথমেই বলব অনুষ্ঠানের শিরোনাম নির্বাচন খুবই মিষ্টি হয়েছে। শিরোনাম শুনেই কবি আব্দুল্লাহ আল নিটাব খানের একটা কবিতার দুটি চরণ মনে পড়ে গেল-

নারী তুমি অবনীর বুকে যেন একটি গোলাপ ফুল

মোহনীয় সৌরভে মন মুগ্ধতায় আকুল।

নতুন অনুষ্ঠানের প্রথম পর্ব আকতার জাহান ও নাসির মাহমুদের উপস্থাপনায় বেশ লাগল। ইসলামের দৃষ্টিতে নারীর অবস্থান নিয়ে সুন্দর আলোচনা করতে গিয়ে মহানবী যে কন্যা সন্তানকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছেন সে বিষয়ে আলোকপাত করা হয়। ইরানে আর্যদের আগমন পূর্বে শাসনব্যবস্থা ছিল মাতৃকেন্দ্রিক। তখন মাতৃদেবীর উপাসনার রেওয়াজ ছিল। অন্যদিকে নারীদের প্রতি কোথাও কোথাও ঘৃণার মনোভাব ও দেখা যায়। গ্রিকরা নারীকে 'অপবিত্র সত্তা' বলে উল্লেখ করত। এইভাবে ইতিহাসে নারীর সম্মান ও অসম্মান দুই তুলে ধরা হয়। সেক্ষেত্রে শুধু ইরান নয়, প্রাচীন গ্রিক রোম প্রভৃতি দেশেও নারীদের অবস্থা নিয়ে তথ্যবহুল আলোচনা করা হয়, যা বেশ ভালো লেগেছে। পরবর্তী পর্ব শোনার গভীর আগ্রহে রইলাম।

 

ধন্যবাদান্তে

 

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী, বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।