'মুহাম্মদ (সা.) এর প্রথম গণদাওয়াত সম্পর্কিত রংধনু আসরটি ছিল প্রাণবন্ত'
https://parstoday.ir/bn/news/letter-i116952-'মুহাম্মদ_(সা.)_এর_প্রথম_গণদাওয়াত_সম্পর্কিত_রংধনু_আসরটি_ছিল_প্রাণবন্ত'
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান এবং পার্সটুডে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভকামনা। গত ১ ডিসেম্বরের সান্ধ্য অধিবেশন অন্যান্য দিনের মতোই আকর্ষণীয় ছিল। পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিটি অধিবেশন রেডিও তেহরানকে অন্যরকম প্রাণবন্ততা দেয়।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২২ ১৯:৪৩ Asia/Dhaka
  • 'মুহাম্মদ (সা.) এর প্রথম গণদাওয়াত সম্পর্কিত রংধনু আসরটি ছিল প্রাণবন্ত'

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান এবং পার্সটুডে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভকামনা। গত ১ ডিসেম্বরের সান্ধ্য অধিবেশন অন্যান্য দিনের মতোই আকর্ষণীয় ছিল। পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিটি অধিবেশন রেডিও তেহরানকে অন্যরকম প্রাণবন্ততা দেয়।

১ ডিসেম্বরের সান্ধ্য অধিবেশনে বিশ্বসংবাদ, সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, রংধনু আসর এবং কথাবার্তা অনুষ্ঠান ধারাবাহিকভাবে শুনে ভালো লেগেছে। আশরাফুর রহমান মহোদয়ের গ্রন্থনা এবং প্রযোজনায়, গাজী আব্দুর রশীদ এবং আকতার জাহান মহোদয়ের উপস্থাপনায় রংধুন আসরটি প্রাণবন্ত লেগেছে।

রংধনু আসর শুধু শিশু-কিশোরদের জন্যই নয়, বড়দের জন্যও অত্যন্ত শিক্ষণীয় অনুষ্ঠান। কারণ রংধনু আসরের প্রতিটি পর্ব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়। যেগুলো সবার জন্যই প্রয়োজনীয়।

ইসলামের দিকে হযরত মুহাম্মদ (সা.) এর প্রথম গণদাওয়াত’ সম্পর্কিত এবারের পর্বটিতে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কিভাবে ধীরে ধীরে এবং অসীম বিচক্ষণতার সঙ্গে, কত ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে ইসলামের দাওয়াতকে সকলের সামনে নিয়ে গেছেন- তা ফুটে উঠেছে। রাসূল (সা.) ইসলামের দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন তা বারবার মনে করিয়ে দিয়েছে।

যেখানে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর চাচা আবু লাহাব সর্বদাই যেখানে ইসলামের বিরোধিতা করেছেন এবং ষড়যন্ত্র করেছেন সেখানে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর অত্যন্ত বিশ্বস্ত ছিলেন আমিরুল মোমেনীন হযরত আলী (আ.)। হযরত আলী (আ.) এর দৃঢ়চেতা মনোভাব রাসূল (সা.-এর ইসলামী দাওয়াতের কাজকে আরও এগিয়ে নিয়ে গেছেন।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) তাঁর উত্তরাধিকারী হিসেবে যে আমিরুল মোমেনীন হযরত আলী (আ.)কে নির্বাচিত করে গেছেন তা রংধনু আসরের এই অংশ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়। যা আহলে বাইত (আ.)-প্রেমী প্রত্যেকটি মানুষের জন্য খুবই শিক্ষণীয়।

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন- 'হে আমার আত্মীয়বর্গ! আমি আপনাদের জন্য উভয় জগতের কল্যাণ নিয়ে এসেছি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি আপনাদের আল্লাহর ইবাদত করার দিকে আহ্বান জানাই, তাওহীদের প্রতি আহ্বান জানাই। এ কাজে কে আমাকে সাহায্য করবেন? কে আমার ভাই হবেন? আমার পরামর্শক ও আমার নির্দেশ বাস্তবায়নকারী, আমার উত্তরাধিকারী হবেন?' আবারও সবাই নীরব। কেবল আলী (আ.) উঠে দাঁড়ালেন; এবার আরও দৃঢ়কণ্ঠে বললেন, 'হে আল্লাহর নবী! আমি আপনাকে সাহায্য করতে তৈরি। আমি আপনাকে আপনার সকল ইচ্ছে পূরণে সহায়তা করবো।'

তারপর সকল অতিথিকে অবাক করে দিয়ে নবী (সা.) আলী (আ.)-এর হাত ধরলেন এবং তার সহায়তা করার ওয়াদা গ্রহণ করলেন। তারপর তিনি অতিথিদের দিকে ফিরলেন ও বললেন : 'এ যুবক আমার ভাই, পরামর্শক, নির্বাহী এবং আমার উত্তরাধিকারী। এর কথা শোনো এবং এর কথা মেনে চলো।’

মহানবী হযরত মুহাম্মাদ (সা.) চিরদিন মানুষের কল্যাণ চেয়ে গেছেন উম্মতের জন্য কেঁদে গেছেন। মহান আল্লাহ তা’আলার নিকট রোজ হাশরের ময়দানেও তিনিই এই উম্মতের জন্য সুপারিশ করবেন।

রংধনু আসরের শেষ অংশে তাফাজ্জল হোসাইন খাঁন-এর লেখা এবং বাংলাদেশের দিশারী শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীদের গাওয়া হৃদয় শীতল করা ‘মারহাবা ইয়া মারহাবা’ নাতে রাসূলটি মন ভরিয়ে দিল। সেই সঙ্গে আহলে বাইত (আ.) প্রেমী ছোট বন্ধু যাহারা খাতুন-এর সাক্ষাতকারটি ভালো লেগেছে।

পরিশেষে আহলে বাইত (আ.) এর প্রতি লাখো কোটি সালাম। মহান আল্লাহ তা’আলা সকলকে ভালো রাখুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী

ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, দেশ : বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮