'রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব' অনুষ্ঠানটি আমাদের হৃদয় কেড়ে নিয়েছে
https://parstoday.ir/bn/news/letter-i121072-'রমজান_খোদা_প্রেমের_অনন্য_উৎসব'_অনুষ্ঠানটি_আমাদের_হৃদয়_কেড়ে_নিয়েছে
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বাংলাদেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আর রমজান মাসে মুসলমানদের জন্য রোজা রাখা ও সিয়াম পালন করা বাধ্যতামূলক।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ২৫, ২০২৩ ১৫:৪৬ Asia/Dhaka
  • 'রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব' অনুষ্ঠানটি আমাদের হৃদয় কেড়ে নিয়েছে

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বাংলাদেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আর রমজান মাসে মুসলমানদের জন্য রোজা রাখা ও সিয়াম পালন করা বাধ্যতামূলক।

বছরের অন্যান্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা অনেক বেশি। ফলে সারা বিশ্বের মুসলমানগণ এ মাসে তুলনামূলকভাবে বেশি ইবাদত করে থাকেন। এটি অল্লাহর বরকতপূর্ণ মাস। আমরা সহজেই এ মাসে আল্লাহর রহমত লাভ করতে পারি।

রমজান মাসের পবিত্রতা ও মাহাত্ম্য বর্ণনায় রেডিও তেহরানও পিছিয়ে নেই। রমজান মাসের প্রথম দিন থেকেই প্রচার করছে ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ ধারাবাহিক অনুষ্ঠান। আশা করছি রমজানের গুরুত্ব ও ফযিলাত সম্পর্কে আমরা জানতে পারব এ অনুষ্ঠানের মাধ্যমে। জানতে পারব রমজানে আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কেও।

রেডিও তেহানের বাংলা বিভাগ থেকে ২৩ মার্চ, বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব, কথাবার্তা ও দর্পন। নিঃসন্দেহে আজকের প্রতিটি অনুষ্ঠানই ছিল উপভোগ্য ও শিক্ষণীয়। তবে সবকিছু ছাপিয়ে ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব' অনুষ্ঠানটি আমাদের হৃদয় কেড়ে নিয়েছে, মন জয় করে নিয়েছে।

রমজানের শিক্ষা ও এর গুরুত্ব অনুধাবনের জন্য এমন একটি অনুষ্ঠানের প্রয়োজন ছিল। রমজান যে রহমতের মাস, ত্যাগের মাস, পাপ-মোচনের মাস- সে কথা স্পষ্ট করে আবারো আমাদের স্মরণ করিয়ে দেয়া হল এ অনুষ্ঠানের মাধ্যমে।

রমজান মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এর দিনগুলো শ্রেষ্ঠ দিন, রাতগুলো শ্রেষ্ঠ রাত, ঘন্টাগুলো শ্রেষ্ঠ ঘন্টা। এমাস এমন এক মাস যে আসে মানুষ আল্লাহর মেহমান অর্থাৎ রোজাদার। এ মাসের সৎকাজ ও দোয়াগুলোকে কবুল করা হবে। তাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা হবে, তিনি যেন আমাদেরকে এ মাসে রোজা রাখার ও ইবাদত করার তৌফিক দান করেন।

অনুষ্ঠান থেকে আমরা আরো জানতে পারি যে, যে ব্যক্তি রমজান মাস পেয়েও আল্লাহর ক্ষমা হতে বঞ্চিত হয়, সে সত্যিই হতভাগা।

সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল হযরত মুহাম্মদ (সা.) রমজান মাসে রক্তের সম্পর্কীয় আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রক্ষার তাগিদ দিয়েছেন। জিহ্বা ও চোখকে হারাম থেকে বিরত রাখতে বলেছেন, এতিমদেরকে দয়া করতে বলেছেন। তিনি আমাদেরকে গুনাহর জন্য অনুতপ্ত হতে নির্দেশ দিয়েছেন, নামাজের সময় দোয়া করতে পরামর্শ দিয়েছেন। কেননা নামাজের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়।

তিনি নিশ্চয়তা দিয়েছেন যে, রমজান মাসে ইবাদতকারীকে কেয়ামতের আজাব থেকে রক্ষা করবেন। সত্যিই আমাদের কত সৌভাগ্য। আমরা প্রত্যেকটি মানুষ এ পবিত্র মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে স্বীয় গুনাহ মাফ করিয়ে নিব- এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।

 

ধন্যবাদান্তে

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।  

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫