এপ্রিল ০৬, ২০২৩ ১৮:৩৫ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের বিশ্বসংবাদে ইরানের জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ খবরও পেতে চাই'

মহোদয়, পত্রের শুরুতেই সালাম ও বাসন্তী শুভেচ্ছা জানাই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সকল প্রযোজক, সাংবাদিক, পাঠক ও শ্রোতাবৃন্দের প্রতি। আশা ও প্রার্থনা করি রেডিও তেহরান পরিবারের আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন।

'পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার'.....প্রায় তিন দশকের বেশি সময় ধরে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের  সঙ্গী হয়ে রয়েছি। 

রেডিও তেহরানের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে এখনও বহু শ্রোতা রেডিও তেহরানের সাথেই রয়েছেন। বহুল প্রচলিত বিবিসি গত ৩১ ডিসেম্বর, ২০২২ থেকে শর্টওয়েব-এর সম্প্রচার বন্ধ করে দেওয়ার পরে এখন আন্তর্জাতিক খবরের একমাত্র রেডিও মাধ্যম হিসেবে বিদ্যমান রেডিও তেহরান।

এখনও অগণিত সাধারণ শ্রোতা যাঁরা কোনো দিনই মেইল বা পত্র লিখে না তারা বিশ্বের খবরের জন্যে কান রাখে রেডিওতে; প্রশংসা করেন রেডিও তেহরানের। তাইতো "..........খবরের সঙ্গে ২৪ ঘণ্টা" মধ্যপ্রাচ্য ও ইসলামী দুনিয়ার খবরের সাথে আপডেট রাখতে রেডিও তেহরানের জুড়িমেলাভার। শুধু খবরই নয়, খবরের বিশ্লেষণধর্মী পর্যালোচনা ও সংবাদ ভাষ্য 'দৃষ্টিপাত' আমাদের মুগ্ধ করে। খবরের ভেতরের খবরকে বিশ্লেষণের মাধ্যমে ঘটনার গতিপথ সম্বন্ধে আমাদের অবগত করাতে সদা তৎপর রেডিও তেহরানের ভাষ্যকারগণ। এক্ষেত্রে বাংলা বিভাগের অনুষ্ঠানে আইআরআইবি'র অন্যান্য বিভাগের ভাষ্যকারদের অনুবাদও পড়ে শোনানো হয়, যা ব্যতিক্রমধর্মী একটি বিষয়।

সব মিলিয়ে সংবাদ ও সংবাদের এই মৌলিকতা বেশিরভাগ শ্রোতারই নির্ভরযোগ্য গণমাধ্যম হয়ে উঠতে পেরেছে রেডিও তেহরান।

কিন্তু একটি বিষয় লক্ষ্য করে আপনাদের সমালোচনা না করে পারছি না। ইরানের জাতীয় স্তরের বিভিন্ন খবরাখবর রেডিও তেহরান থেকে সেইভাবে আমরা পাই না। শুধুমাত্র জুম্মা নামাজের খুতবার বিবৃতি বা আন্তর্জাতিক বিষয়ে ইরান সরকারের বিবৃতি ছাড়া আর তেমন কোনো সংবাদ আমরা পাই না বললেই চলে।  আশা করি বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে।

আমরা আন্তর্জাতিক খবরের পাশাপাশি ইরানের জাতীয় স্তরের নানা গুরুত্বপূর্ণ খবরও পেতে চাই। যা আমরা আমাদের স্থানীয় প্রচার মাধ্যমে পাই না বা পেলেও বিকৃতভাবে পরিবেশিত হয়। আশা করি বিষয়টি বিবেচনা করে এই ধরনের খবরকে ও আমাদের জন্যে পরিবেশন করবেন।

 

সকলের সুস্বাস্থ্য ও শুভকামনাসহ-

 

এস এম নাজিম উদ্দিন,

পরিচালক, ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব,

গ্রাম ও ডাকঘর: বারুইপাড়া

জেলা মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

ট্যাগ