শ্রোতাদের মতামত
'প্রিয়জনে শ্রোতাদের চিঠি ও মতামত সবাইকে আনন্দিত করে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সোমবারে প্রচারিত প্রিয়জন শ্রোতাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। শ্রোতারা সারা সপ্তাহ ধরে অপেক্ষায় থাকেন প্রিয়জন শুনার জন্য। প্রিয়জনে নিজের চিঠি বা পরিচিত/অপরিচিত শ্রোতার চিঠি ও মতামত সবাইকে আনন্দিত করে।
৪ সেপ্টেম্বর, সোমবার প্রিয়জনের উপস্থাপনায় ছিলেন রেজোয়ান হোসেন ও আশরাফুর রহমান। বরাবরের মত এদিনও একটি হাদিস/বাণী দিয়ে শুরু হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) এর হাদিসটি শুনতে আমাদের খুব ভালো লেগেছে। সেজন্য আশরাফুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই।
ওইদিনের প্রিয়জনে যাদের চিঠি ছিল তারা হলেন- জিল্লুর রহমান জিল্লু, দেবাশীষ ঘোপ, হরিদাস পাল, রওশান আরা লাবনী, মোঃ রুহুল আমিন রুবেল, বিধান চন্দ্র সান্যাল, এটিএম আতাউর রহমান রঞ্জু, মোবারক হোসেন ফনি ও মোঃ শাহাদত হোসেন। প্রতিটি চিঠি আমাদের ভালো লেগেছে, ভালো লেগেছে তাদের মতামত।
একইদিনের প্রিয়জনে কিশোরগঞ্জের শ্রোতা মোঃ আতিকুল ইসলাম আতিকের সাক্ষাৎকার প্রচারিত হয়। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক। তার সাক্ষাৎকার আমাদের খুব ভালো লেগেছে। চমৎকার বলেছেন আতিকুল ইসলাম। সুন্দর সাক্ষাৎকারের জন্য আতিককে ধন্যবাদ জানাই। একইসাথে তার প্রস্তাবের সাথে আমরা অন্যান্য শ্রোতারাও সহমত পোষণ করছি।
প্রিয়জনের সবশেষে ছিল মুস্তফা জামান আব্বাসীর কণ্ঠে গান। দারুণ ভালো লেগেছে গানটি। এমন সুন্দর ও উপভোগ্য একটি অনুষ্ঠান উপহার দেয়ায় রেডিও তেহরানের সবাইকে আবারো ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ– ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।