সেপ্টেম্বর ০৫, ২০২৩ ২০:০৪ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা,আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের সাপ্তাহিক আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন এবং আমি আশরাফুর রহমান। 

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন,তোমরা (অত্যাচারী) শাসকের সাথে মেলামেশার ক্ষেত্রে সাবধান হও, কারণ নিশ্চয়ই এ কারণে দ্বীন চলে যায়। আর তাকে সহযোগিতার ক্ষেত্রে সাবধান হও, কেননা নিশ্চয়ই তোমরা তার শাসনের প্রশংসাকারী নও।'

রেজওয়ান হোসেন: অত্যাচারি বা জালিম শাসকের সঙ্গে মেলামেশা বা তাঁকে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে- এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বরিশাল সদরের কাশিপুর থেকে। আর পাঠিয়েছেন তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিল্লু।

রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, জীবনমান উন্নয়নে রেডিও তেহরান একটা উত্তম পরামর্শ সেন্টার। এখান থেকে প্রতিদিনই আমরা জ্ঞানলাভ করি নৈতিকতার নানান বিষয়। এছাড়া, সমাজে শৃঙ্খলা আনয়নে রেডিও তেহরান-এর বাংলা বিভাগ বিভিন্ন পর্বের আলোচনার মাধ্যমে যথেষ্ট ভূমিকা পালন করে আসছে। জীবনমান উন্নয়নের সাথে সাথে সবার নৈতিকতাবোধের উন্নয়ন হোক- এই প্রত্যাশা করে চিঠির ইতি টেনেছেন তিনি।

আশরাফুর রহমান: ভাই জিল্লুর রহমান জিল্লু, জীবনমান উন্নয়ন এবং সমাজে শৃঙ্খলা আনার ক্ষেত্রে রেডিও তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জেনে ভালো লাগল। আশা করি পরের চিঠিতে অন্য কোনো বিষয়ে মতামত জানাবেন।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন আসরের পরের মেইলটি।

তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা আমার আত্মার আত্মীয়। জীবনের  একমাত্র বন্ধু। জীবনের উন্নতিতে রেডিও তেহরান বাংলা যেন সৌভাগ্যের পরশমণি। এটা শুধু আমার কথা নয়,রেডিও তেহরান বাংলার অগণিত শ্রোতার কণ্ঠে উচ্চারিত বাণী। তাইতো রেডিও তেহরান বাংলা এতো জনপ্রিয়।

রেজওয়ান হোসেন: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মতামতের জন্য ভাই দেবাশীষ গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মল্লিকাদহ বালাপাড়া থেকে আর পাঠিয়েছেন হরিদাস রায়।

তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ছিলাম। প্রতিদিন সকল অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতাম। কিছুদিন আগে ওয়েবসাইট ভিজিট করার পর একটি সমস্যা নজরে পড়লো। আর তাহলো- রেডিও তেহরানের ওয়েবসাইট-এর লিংক ঠিকমতো কাজ করতেছে না।

আশরাফুর রহমান: ভাই হরিদাস রায়, ওয়েবসাইটের লিংক ঠিকমতো কাজ করছে না বলতে আপনি ঠিক কী বোঝাতে চেয়েছেন- তা আমাদের বোধগম্য নয়। আপনি কি ওয়েবসাইটে লগইন করতে পারছেন না নাকি সাইট লোড হতে একটু বেশি সময় লাগছে! আশা করি পরের মেইলে বিস্তারিত জানাবেন।

রেজওয়ান হোসেন: আমি যতদূর জানি, সম্প্রতি আমাদের ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সে কারণে যারা টু-জি বা থ্রি-জি নেট ব্যবহার করছেন তারা সহজে ওয়েবসাইটে লগইন করতে পারছেন না। তবে বিষয়টি নিয়ে আমরা এরইমধ্যে কারিগরি বিভাগের সঙ্গে কথা বলেছি। আশা করি শিগগিরই একটা সমাধান বের হয়ে আসবে।

আশরাফুর রহমান: তো, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ভাই হরিদাস রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

রেজওয়ান হোসেন: ঢাকা সেনানীবাস থেকে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোছাঃ রওশন আরা লাবনী পাঠিয়েছেন এবারের মেইলটি।

রেডিও তেহরানের সকল কলা-কুশলী, শ্রোতাবন্ধু ও শুভানুধ্যায়ীদেরকে সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "আমি নারী, আমি সব পারি। সবকিছু সামলে নিয়ে রেডিও তেহরানকে কিছুটা সময় দিয়ে সাথে থাকার প্রয়াস আমার নিরন্তর। তবে সেটা কাগজে-কলমে সহজে হয়ে ওঠে না, মানে লেখাটা নিয়মিত হচ্ছে না। তবুও চেষ্টা থাকবে নিয়মিত হবার।"

আশরাফুর রহমান: এই শ্রোতাবোন অনেকদিন পর চিঠি লিখলেন। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি কিছু লিখেছেন কি?

রেজওয়ান হোসেন: হ্যাঁ, লিখেছেন। আমি বরং তার চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি। বোন লাবণী লিখেছেন, গত ২০ আগস্ট ২০২৩ তারিখে প্রচারিত "নারী: মানব ফুল" অনুষ্ঠানটি আমার কাছে খুব অসাধারণ লেগেছে। এতে হযরত ফাতিমা (আ.)-এর জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। তিনি পিতার প্রতি মমত্ববোধ, ভালোবাসা এবং সন্তানদের প্রতি স্নেহের বিরাট এক নজীর রেখে গেছেন। সমস্ত মানবকূলের জন্য তিনি আশির্বাদস্বরূপ। হযরত ফাতিমা (আ.)-এর জীবনদর্শন আমাদের সমাজ, দেশ তথা বিশ্বময় ছড়িয়ে পড়ুক- এই কামনা করে চিঠিটি শেষ করেছেন এই শ্রোতা বোন।

আশরাফুর রহমান: বোন রওশন আরা লাবনী, আপনার প্রত্যাশার সাথে আমরাও একমত পোষণ করছি। তো, সহজ-সরল ভাষায় গুরুত্বপূর্ণ একটি মতামত পাঠানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি মাঝেমধ্যে লিখবেন।  

বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা থানার ছাতনাই এতে এই মেইলটি পাঠিয়েছেন মোঃ রুহুল আমিন রুবেল। তিনি গহরপুর বিএম কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

তিনি লিখেছেন, "আমি একজন রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। এ বেতারের প্রতিটি অনুষ্ঠান আমার ভালো লাগে। তবে বিশ্ব সংবাদের পরিধি কিছুটা বাড়ালে ভালো হতো ! "

রেজওয়ান হোসেন: ভাই রুহুল আমিন, আমরা প্রতিদিন এক ঘণ্টার অনুষ্ঠানের মধ্যে ১৫ মিনিটই বিশ্বসংবাদ প্রচার করি। যদিও জানি এটা আপনাদের জন্য যথেষ্ট নয়। কিন্তু অনুষ্ঠানের সার্বিক সময় বৃদ্ধি না হলে বিশ্বসংবাদের সময় বাড়ানো যে সম্ভব নয় ভাই। আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তাহলে আপনার সংবাদের পিপাসা মিটবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আমাদের ওয়েবসাইটে বিশ্বসংবাদে প্রচার হওয়া খবরের বাইরেও প্রচুর খবর আপলোড করা হয়ে থাকে। তো, সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ মেইলটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশরাফুর রহমান: রেজওয়ান ভাই, বেশকিছু চিঠির জবাব তো দেওয়া হলো। এবার নাহয় সরাসরি কোনো শ্রোতার মতামত শুনি-আপনি কী বলেন?

রেজওয়ান হোসেন: একদম সময়মতো একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন আশরাফ ভাই। কারণ এ মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশের কিশোরগঞ্জের একজন শ্রোতা অপেক্ষা করছেন। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই তার পরিচয় জানা যাক।

 

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন পরের মেইলটি।

১৪ আগস্ট রেডিও তেহরানের দৃষ্টিপাত অনুষ্ঠানে ‘ইয়েমেনে যুদ্ধ শেষ হলেও শিশুদের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব অব্যাহত’ শীর্ষক মানবিক প্রতিবেদনটি প্রচারের জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “ইয়েমেনে বর্তমানে এক কোটি ত্রিশ লাখ মানুষ অনাহারের শিকার বলে সতর্কতা জানানো হয়েছে জাতিসংঘ থেকে। এছাড়াও ইয়েমেনে অন্তত ১৮ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানা গেছে। জাতিসংঘের মতে,বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে ইয়েমেনে। দীর্ঘদিন ধরে দেশটিতেযুদ্ধাবস্থা চলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানকার শিশুরা জানে না তারা কী খাবে,কী করবে? জাতিসংঘের একাধিক সংগঠন এ বিষয়ে নানা মন্তব্য ও রিপোর্ট প্রকাশ করলেও ইয়েমেনের শিশুদের মুখে হাসি ফোটানোর তারা কোন্ কর্মসূচি গ্রহণ করে কিনা জানি না। কবে বিশ্ব বিবেক জাগ্রত হবে তাও বলতে পারব না।” 

রেজওয়ান হোসেন: জাতিসংঘসহ বিশ্ববিবেক জাগ্রত হোক-আমাদের প্রত্যাশাও তাই। তো ইয়েমেন সংকট নিয়ে সময়োপযোগী লেখাটির জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর জেলা শাখার সভাপতি ,টি,এম,আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি।  

রেডিও তেহরান সম্পর্কে তিনি লিখেছেন,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদের এক উৎকৃষ্ট পাঠশালা রেডিও তেহরান। এটি সারাবিশ্বের নিপীড়িত, নিগৃহীত, অত্যাচারিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। এ বেতারের রংধনু আসর আমার খুব প্রিয়। গল্প ও প্রবাদের গল্পও কম যায় না। এছাড়া, আলাপন ও স্বাস্থ্যকথা অনুষ্ঠানেও প্রশংসা করেছেন তিনি।

আশরাফুর রহমান: আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করার জন্য আতাউর রহমান রঞ্জু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার সাগরদিঘীর আকন্দের বাইদ থেকে আর পাঠিয়েছেন মোবারক হোসেন ফনি।  

তিনি লিখেছেন, “আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওয়েব সাইট নিয়ে ঘাঁটাঘাটি করা, খবর পড়া আমার শখের অন্যতম। তবে এই ডিজিটাল যুগে আমি ওয়াইফাই-এর বারে থাকলে মোবাইল ডাটা ইউজ করে থাকি। আমার সিমটি থ্রিজি হওয়ার কারণে অনেক সাইট ভিজিট করতে হিমশিম খেতে হয়। তবে অতীব আনন্দের বিষয়-প্রিয় পাসটুডে সব সময় খুব দ্রুতভাবে ওপেন হয়। হাজারো ওয়েব সাইটের মাঝে নাম্বার ওয়ান পাসটুডে। এজন্য পাসটুডে কর্তৃপক্ষকে প্রিয়জনের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি।

রেজওয়ান হোসেন: রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে সম্পর্কে সুন্দর মতামতের জন্য মোবারক হোসেন ফনি ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আজকের আসরের শেষ চিঠিটি পাঠিয়েছে মোঃ শাহাদত হোসেন, তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক।

শাহাদত ভাই লিখেছেন, “রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত ১৫ আগস্ট যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পন এবং গল্প ও প্রবাদের গল্প আমার খুব ভালো লেগেছে। দর্পন- চলতি রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণ বিষয়ক অনুষ্ঠান। বিশ্বের গুরুত্বপূর্ণ ও জটিল বিষযে চমৎকার সহজবোধ্য ভাষায় বিষয়টি তুলে ধরা হয়। ওইদিনের দর্পনে ভূ-রাজনৈতিক প্রভাব এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর স্বার্থ নিয়ে আলোচনা করা হয়। এতে চীনের প্রস্তাবিত সিল্ক রোডের গুরুত্ব ও বাস্তবতা তুলে ধরা হয়;অন্যদিকে আমেরিকার নিউ সিল্ক রোডের যে প্রয়োজন নেই বা এটি যে বাস্তবসম্মত কোন প্রকল্প নয় তা ব্যাখ্যা করা হয়। সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।” 

আশরাফুর রহমান: ভাই শাহাদত হোসেন আপনাকেও ধন্যবাদ দর্পন অনুষ্ঠানটিও ওপর চমৎকার মতামতের জন্য। আশা করি পরের চিঠিতে অন্যকোনো বিষয়ে লিখবেন।

তো শ্রোতাবন্ধুরা, আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নজরুল সঙ্গীত। দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান' শিরোনামের গানটির শিল্পী মোস্তফা জামান আব্বাসী। 

রেজওয়ান হোসেন: বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ