রেডিও তেহরানের বিশ্ব সংবাদ- আমি কখনো মিস করি না'
https://parstoday.ir/bn/news/letter-i128448-রেডিও_তেহরানের_বিশ্ব_সংবাদ_আমি_কখনো_মিস_করি_না'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারকে জানাই শরতের কাশফুলের শুভেচ্ছা। আশা নয় মনের একান্ত বিশ্বাস- আল্লাহর অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো ও নিরাপদে আছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১৬:৪৯ Asia/Dhaka
  • রেডিও তেহরানের বিশ্ব সংবাদ- আমি কখনো মিস করি না'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারকে জানাই শরতের কাশফুলের শুভেচ্ছা। আশা নয় মনের একান্ত বিশ্বাস- আল্লাহর অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো ও নিরাপদে আছেন।

আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন একনিষ্ঠ ভক্ত শ্রোতা। ব্যস্ততার কারণে কখনও সরাসরি অনুষ্ঠান শুনতে না পারলে পরবর্তীতে ফেসবুক কিংবা ইউটিউবের আর্কাইভ থেকে শুনে নেই। পারস্য উপসাগর হতে ইথারে ভেসে আসা সত্য ও ন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর রেডিও তেহরানের বিশ্ব সংবাদ- আমি কখনো মিস করি না।

এ বেতারের বিশ্বসংবাদসহ অন্যান্য অনুষ্ঠান দিন দিন জনপ্রিয় হচ্ছে। লাইভ অনুষ্ঠানে শ্রোতাদের সফল উপস্থিতিই তা প্রমাণ করছে। বর্তমান সময়ে আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সদস্যদের ফেসবুক লাইভে সরব উপস্থিতি সকলের নজরে এসেছে বলে আমি বিশ্বাস করি।

এই ধারাবাহিকতা বজায় রাখতে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ শ্রোতাদের জন্য চলমান বিশেষ কুইজ আগামী ডিসেম্বর পর্যন্ত বলবৎ রাখবে। পাশাপাশি পত্র লিখা প্রতিযোগিতাও চলতি বছরের শেষ পর্যন্ত চালু থাকবে। এছাড়া, শুধুমাত্র রংপুর বিভাগের শ্রোতাদের জন্য বিশেষ কুইজ প্রতিযোগিতাও চালু থাকছে।

সকল বিজয়ী এবং বিজিতদের সরব উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ প্রতি বছরের মতো এবারও সকল শ্রোতাদের চমক দেবে বলে আমি আশা করছি। তাই সকল শ্রোতা ভাই-বোন-বন্ধুরা সবসময় রেডিও তেহরানের সাথে থাকবেন  বলে আমরা প্রত্যাশা করি। শ্রোতাদের গঠনমূলক মতামত প্রিয়জন আসরে তুলে ধরুন। এতে করে রেডিও তেহরানও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবে। সবার সুখী সুন্দর জীবন কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।

 

ধন্যবাদান্তে

জাকারিয়া চৌধুরী যুবরাজ

সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩