চিঠিপত্রের আসর 'প্রিয়জন' যেন এক 'বন্ধুত্বের বন্ধন', 'আত্মার আত্মীয়'!
(last modified Mon, 09 Oct 2023 11:52:09 GMT )
অক্টোবর ০৯, ২০২৩ ১৭:৫২ Asia/Dhaka
  • চিঠিপত্রের আসর 'প্রিয়জন' যেন এক 'বন্ধুত্বের বন্ধন', 'আত্মার আত্মীয়'!

শ্রদ্ধাভাজনেষু, আসসালামু আলাইকুম! রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আশা ও প্রার্থনা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।

শরতের নীল আকাশ আর কাশফুলের সমারোহ প্রকৃতিকে ছুঁয়ে যেতে দেখলে কার না ভালো লাগে! শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিকে জানান দিচ্ছে ছেঁড়া ছেঁড়া মেঘ। সাদা নরম তুলোর মতো মেঘেরা নীল আকাশের মাঝে খেলে বেড়াতে শুরু করেছে। আকাশের এমন চমৎকার দৃশ্য দেখে, এক অমোঘ ভালো লাগার আবেশে মনপ্রাণ আচ্ছন্ন করে তোলে। আগমনী শীতের এমন শিশির ভেজা সকাল আর শিউলি ফুলের অপরূপ সৌন্দর্য প্রকৃতির বুকে শিরশিরে শীতলতার দোলা দেয়। এক অপার্থিব ভালো লাগায় আমারও মন প্রাণ ভরে ওঠে বৈকি!

এমন এক ভালো লাগার আবেশে মনের পরম দোলায়িত সুখ- স্পর্শে 'প্রিয়জন ' এর আরও একটি চমৎকার পরিবেশনা উপভোগ করলাম এ সপ্তাহে (১১/০৯/২০২৩)।

বরাবরের মতোই দীর্ঘদিনের চিরায়ত বৈশিষ্ট্য অনুসারে আশরাফুর রহমান ভাইয়ের হাদীস/ বাণী পড়ে শোনানোর রীতি অনুসারে সূচনা পর্বটি ছিল চমৎকার। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.)-এর এই বাণী আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক!

এর পর পর্যায়ক্রমে ভারত ও বাংলাদেশের নিয়মিত, গুণী সকল শ্রোতা বন্ধুদের অনুষ্ঠান নিয়ে লেখা মেইল এর অবতারণা, পড়ে শোনানোর মধ্যেদিয়ে এক মিলনমেলার পরশ পেলাম। এপার বাংলার উত্তর থেকে দক্ষিণ, ওপর বাংলার পূর্ব থেকে পশ্চিম ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতাদের মূল্যবান মতামত, প্রস্তাব, অনুরোধে একাকার হয়ে ওঠে প্রিয়জনের এ আসর; এ যেন একটি 'বাংলা পরিবার', 'প্রিয়জন পরিবার' ! এ যেন এক 'বন্ধুত্বের বন্ধন', 'আত্মার আত্মীয়'!

শুধু মতামত, প্রস্তাব, প্রশ্নই নয়, জিল্লুর রহমান জিল্লু ভাইয়ের স্বরচিত কবিতা, রাশেদ আহমেদ এর সাক্ষাৎকার এই আসর কে এক বৈচিত্রের চমৎকারিত্ব ও পরিবেশনের দক্ষতায় পূর্ণতা দান করেছে।

অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সিলেট কালচারাল সেন্টারের একঝাঁক শিশু কিশোরদের সাথে শিল্পী মতিউর রহমান খালিদের সুমধুর কণ্ঠে "আই গো তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে, পাখির বাসা খুঁজতে যাবো একসাথে......" সমবেত সংগীতের সুর মূর্ছনায় হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্যে।

পুরো আসর জুড়েই নানা মতামত, কবিতা, সাক্ষাৎকার, গান এসবের আবহে আচ্ছন্ন হয়ে ছিলাম। সমাপ্তির লগ্নে, সম্বিত ফিরে বুঝলাম অনুষ্ঠান শেষ! এত দ্রুত শেষ হয়ে গেল! আশ তো মিটলো না! এ যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বৈশিষ্ট্য ‘শেষ হইয়াও হইলো না শেষ’রই রেশ থেকে গেল। আবারও অপেক্ষা পরের সপ্তাহের জন্যে; অপেক্ষা আরও একটি চমৎকার, অনবদ্য জমজমাট প্রিয়জন আসরের।

শীতের আগমনী বার্তা আপনাদের জন্যেও বয়ে আনুক অনাবিল আনন্দের সুখানুভব।

 

শুভেচ্ছান্তে,

এস এম নাজিম উদ্দিন,

বারুইপাড়া, মুর্শিদাবাদ।

পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

ট্যাগ