ফিলিস্তিন ইস্যুতে আরব শাসকদের ভূমিকা সম্পর্কে কিছু কথা
(last modified Mon, 30 Oct 2023 06:45:15 GMT )
অক্টোবর ৩০, ২০২৩ ১২:৪৫ Asia/Dhaka
  • ফিলিস্তিন ইস্যুতে আরব শাসকদের ভূমিকা সম্পর্কে কিছু কথা

প্রিয় রেডিও তেহরান, প্রথমেই সালাম জানাই সকলকে যাঁরা অনুষ্ঠান উপস্থাপনা করছেন এবং যাঁরা এই মুহূর্তে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছেন। আশাকরি সকলেই ভালো আছেন। আজকের চিঠিটা অন্যদিনের মত হবে না, আজকের চিঠি যেন রক্তমাখা, বেদনার কলরোল মুর্ছিত, স্বজাতির বেঘোর ঘুমের সমালোচনা এবং পশুদের পৈশাচিকতা নিয়ে।

ইসলামে সৌভ্রাতৃত্ববোধ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমার প্রশ্ন আর কত প্রাণের বিনিময়ে ফিলিস্তিনি ভাই-বোনেরা মুসলিমবিশ্বের সৌভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আদায় করতে পারবে? মুসলিম বিশ্ব কেন এত ভীত এবং সন্ত্রস্ত?

যুগ যুগ ধরে ইসরাইলকে মাধ্যম করে আরব ভূখণ্ডকে গ্রাস করে চলছে আর সেই আরব রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার জন্য ঐ আমেরিকার মুখাপেক্ষী হয়েই চলছে। কাপুরুষের মত আল আকসার পবিত্রতা রক্ষার দায়িত্ব কেবল ফিলিস্তিনিদের স্কন্ধে তুলে দিয়েছে। এভাবে চলতে থাকলে একদিন ইসরাইলের সীমান্ত রিয়াদ- আঙ্কারা-দামাস্কের গা ঘেঁষে চলে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

আপনারা অবশ্য লক্ষ্য করছেন, পশ্চিমা ও তাদের তাঁবেদার রাষ্ট্রগুলোর প্রচার মাধ্যমগুলো জন্মভূমি রক্ষাকারী ফিলিস্তিনি গণপ্রতিরোধের সৈনিকদের সন্ত্রাসী এবং আগ্রাসী দখলদারদের আক্রান্ত হিসেবে সমানে প্রচার করে চলছে। যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি শূনাক ঝটিকা সফরে তেল আবিবে আসলেন তখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রনেতাদের এটা উপলব্ধি প্রয়োজন যে, এটা আর দ্বিপাক্ষিক বিষয় নয়। এবং রিয়াদ-তেহরানের মাঝে তৃতীয়পক্ষকে সমূলে উৎপাটন করার সময় এসে গেছে। সাম্রাজ্যবাদীদের যুপকাষ্ঠে ফিলিস্তিনিদের উপঢৌকন দেওয়ার দিন শেষ হয়ে আসছে।

যাইহোক, সকলের বোধোদয় হোক। ফিলিস্তিনি ভাই-বোনদের স্বাধীনতা ও দেশভক্তির প্রত্যয় মধ্যপ্রাচ্যের জনমানসকে উদ্বুদ্ধ করুক, ভেঙে ফেলুক সাম্রাজ্যবাদীদের চক্রব্যূহ।

 

লেখা:

মহম্মদ ঘোরী শাহ্

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০