শ্রোতাদের মতামত
'অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রেডিও তেহরানের কণ্ঠস্বর অত্যন্ত বলিষ্ঠ'
জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। গত ৬/১১/২০২৩ এবং ৭/১১/২০২৩ তারিখের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী মূল্যবান অনুষ্ঠান সম্পর্কে দু'চার কথা লিখতে বসলাম।
অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রেডিও তেহরানের বলিষ্ঠ কণ্ঠস্বর শুনলাম বিশ্ব সংবাদে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষ করে ফিলিস্তিনের মজলুম জনগণের উপর ইসরাইলের বর্বরোচিত জঘন্য আগ্রাসনের বিরুদ্ধে সঠিক ও নিরপেক্ষ সংবাদ রেডিও তেহরান যেভাবে প্রচার করে বিশ্ব জনমানসে আলোড়ন সৃষ্টি করে চলেছে বিশ্বের অন্য কোনো বেতার কেন্দ্র সেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারে নাই। ফিলিস্তিনের প্রকৃত ঘটনা জানার জন্য শুধু আমার এলাকারই নয় বিশ্বের সকল বিবেকবান জনসমাজ আজ তাকিয়ে রয়েছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদের দিকে। আগ্রাসী মনোভাবাপন্ন মানুষ ব্যতীত অন্য কোনো ব্যক্তি ইসরাইলের এই নির্মম গণহত্যাকে সমর্থন করবে না।
ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামকে ইসলাম কী বলছে সে সম্বন্ধে 'সোনালী সময়' অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মূল্যবান ও সময়োপযোগী। আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামকে ইসলাম যখন বৈধতা দেয়, মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর যখন নির্দেশ দেয় তখন শুধু অমুসলিমরাই নয়, ইয়াজিদি মুসলমানরাও তাদের ক্ষমতা ধরে রাখার জন্য হুসাইনপন্থী হামাসদের পাশে না দাঁড়িয়ে ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন ব্যক্ত করে থাকে। শাহাদাতপন্থী ইমাম হুসাইন (আ.)-এর আদর্শের প্রতি পূর্ণ ঈমান এনে একমাত্র ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ যোদ্ধা হামাসকে জানমাল ও সমরাস্ত্র দিয়ে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। আমি আশা করব- খুব শীঘ্রই গাজার ক্ষুধিত ও আহত শিশু ও মহিলাদের আর্তনাদ আকাশ বাতাসে ধ্বনিত হয়ে বিশ্ব বিবেককে দংশন করবে। আর মহান আল্লাহর সাহায্য নিয়েই ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই।
৬/১১/২০২৩ তারিখের প্রিয়জন অনুষ্ঠান ছিল খুব প্রাণবন্ত ও মনোগ্রাহী। অনুষ্ঠান সম্বন্ধে শ্রোতাদের মুল্যবান মতামত ও পর্যালোচনার পাশাপাশি ডক্টর নাজমা বেগমের সাক্ষাৎকার ছিল মনে রাখার মতো। তাঁর মূল্যবান মতামত অন্যান্য শ্রোতাদেরও অনুপ্রাণিত করবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে। রেডিও তেহরান শ্রোতাদের প্রতি কতটা আন্তরিক তা প্রিয়জন অনুষ্ঠান না শুনলে বুঝতে পারবে না। এ দিনের কুদস কবিতাটির আবৃত্তি ছিল অসাধারণ। শুধু আমার নয় সকল শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে কবিতা আবৃত্তিটা। এদিনের অনুষ্ঠানে আমার চিঠির প্রাপ্তি স্বীকার করার জন্য আশরাফুর রহমান ভাই, গাজী আব্দুর রশিদ ও আকতার জাহান আপাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সবশেষে ফিলিস্তিনের বীর শহীদদের প্রতি হাজারো সালাম জানিয়ে এবং অসহায় ক্ষুধার্ত মাসুম শিশু ও মহিলাদের আল্লাহ পাক হেফাজত করুন এই কামনা করে আজকের মতো ইতি টানলাম।
শুভেচ্ছান্তে,
নিজামুদ্দিন শেখ
সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব
গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া,
থানা: বহরমপুর, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।