'সুন্দর জীবন অনুষ্ঠান শুনে নিজেকে নতুনভাবে চেনা ও জানার রসদ পাচ্ছি'
(last modified Wed, 15 Nov 2023 13:49:35 GMT )
নভেম্বর ১৫, ২০২৩ ১৯:৪৯ Asia/Dhaka
  •  'সুন্দর জীবন অনুষ্ঠান শুনে নিজেকে নতুনভাবে চেনা ও জানার রসদ পাচ্ছি'

আসসালামু আলাইকুম, সুস্থ-সুন্দর জীবন নিশ্চিত করতে সবক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তিজীবনে শৃঙ্খলা থাকলে তা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত করে। এর ফলে সব ধরণের উদ্বেগ-উৎকণ্ঠা থেকে দূরে থাকা যায়। শৃঙ্খলাপূর্ণ ও নিয়মানুবর্তী হওয়ার জন্য অনুশীলন জরুরি। আমরা যতই আধুনিক যান্ত্রিকতার এগিয়ে চলি না কেন আমাদের মধ্যে আজও শেষ হয়ে যায়নি মানবপ্রেম, হৃদয়বৃত্তি, আন্তরিকতা।

ইসলাম ধর্ম মানবপ্রেমকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে মানুষের মনে দয়া ও ভালোবাসার থাকা জরুরি। মন বা বিবেক যদি উন্নত না হয় সমাজও উন্নত হয় না। মানুষের স্নেহ-মমতার চাহিদাসহ আধ্যাত্মিক ও অন্য অনেক চাহিদা মেটানো পরিবারের মাধ্যমেই সম্ভব হয়। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান 'সুন্দর জীবন' অত্যন্ত ভালো লাগছে। সুঅভ্যাস গড়ার উপায় নিয়ে নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'সুন্দর জীবন' অনুষ্ঠান শুনে নিজেকে নতুনভাবে চেনা ও জানার রসদ পাচ্ছি।

পারিবারিক জীবনের সুখ ও সৌভাগ্যের একটি গুরুত্বপূর্ণ সূত্রের দিকে লক্ষ্য রাখার আহ্বানে আমাদের সাড়া দিতেই হয়। সেসব পরিবারই সুখী যেসব পরিবারে স্বামী ও স্ত্রী পারস্পরিক মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং পরস্পরের রুচি ও জীবনসঙ্গীর পরিবারের পূর্ববর্তী অভ্যাস ও পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক রক্ষাকেও গুরুত্ব দিয়ে থাকে। সুন্দর জীবনের জন্য শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে সুস্থতা জরুরি। সুস্থতার জন্য প্রয়োজন শৃঙ্খলা। ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকলে যেকোনো কাজই হয়ে ওঠে আরো সুন্দর ও আকর্ষণীয়। এছাড়া নিজের কাজের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

মানুষ চাইলেই সুশৃঙ্খল হতে পারে। এজন্য কিছু অনুশীলন দরকার হয়। শৃঙ্খলা জোরদারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন কিছু অভ্যাস রপ্ত করা, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন ও যথাসময়ে কর্ম সম্পাদন। তবে নতুন অভ্যাস গড়ে তুলতে ও জীবনে শৃঙ্খলা বাড়াতে এর পেছনে সময় ব্যয় করতে হয়। তবে সুশৃঙ্খল হওয়ার অভ্যাস একবার গড়ে তুলতে পারলে জীবন আরও সুন্দর ও সফল হয়ে ওঠে এবং এর প্রভাব পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আসলে শৃঙ্খলা মেনে চলার অর্থ হলো আপনার পরিকল্পনায় একটি ধারাবাহিকতা থাকবে, আপনি নিজের দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে আন্তরিক হবেন। তবে এসব পরিকল্পনা কেবল মনস্তাত্ত্বিক হলে চলবে না বরং পরিকল্পনাকে সম্ভবে রূপায়িত করতে হবে।

সামাজিক প্রেক্ষাপটে সাজানো জ্ঞানবর্ধক ও উপকারী আলোচনা আমাকে ভীষণ ভাবে সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত, প্রতি পর্বের আলোচনা। বাস্তবসম্মত ও আকর্ষণীয় আলোচনা ভিত্তিক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইl

সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান এবং তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান সুন্দর জীবন উপহার দেবার জন্য ইসলামী প্রজাতন্ত্র'র জাতীয় সম্প্রচার সংস্থা অর্থাৎ রেডিও তেহরান (আইআরআইবি) বাংলা বিভাগের সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ্য থাকবেন। খোদা হাফেজ।

 

মহ:  হাফিজুর রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

ট্যাগ