সুন্দর জীবন: রেডিও তেহরানের একটি সুন্দর আয়োজন
(last modified Tue, 05 Dec 2023 07:03:07 GMT )
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৩:০৩ Asia/Dhaka
  • সুন্দর জীবন: রেডিও তেহরানের একটি সুন্দর আয়োজন

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে প্রচারিত প্রত্যেকটি আয়োজনই আমার ভালো লাগে। তবে আজ আমি সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা 'সুন্দর জীবন' সম্পর্কে মতামত জানাচ্ছি।

আমার কাছে সুন্দর জীবন অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটি প্রতি শুক্রবার প্রচারিত হয়।  এই ধারাবাহিকে গত ২০শে অক্টোবর 'কর্মক্ষেত্রে নৈতিকতা ও শিষ্টাচার' সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব এবং ২৭শে অক্টোবর দ্বিতীয় পর্ব প্রচারিত হয়েছে। এটা থেকে অনেক উপকৃত হয়েছি। সকল চাকরিজীবিই এর মাধ্যমে উপকার পাবেন আশা করি। 

অন্যদিকে গত ৩রা নভেম্বর ২০২৩ তারিখ সুন্দর জীবন অনুষ্ঠানে প্রচারিত হয় শিশুদের শিষ্টাচার শেখানোর প্রক্রিয়া সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব এবং গত ১০ই নভেম্বর শুক্রবার প্রচারিত হয় দ্বিতীয় পর্ব। এতে শিশুদের কথা বলা, আচার-আচরণ, ভদ্রতা, নৈতিকতা সম্পর্কে সুন্দরভাবে দিক-নির্দেশনা দেয়া হয়।  শিশুরাই ভবিষ্যত নাগরিক, জাতির কর্ণধার হবে। তাই এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অসীম।

একইভাবে ১৭ ও ২৪শে নভেম্বর এবং পহেলা ডিসেম্বর 'সুন্দর জীবন' অনুষ্ঠানে শিষ্টাচার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যা থেকে অনেক উপকৃত হয়েছি।

সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য রেডিও তেহরানকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। 

 

ধন্যবাদান্তে

 

প্রফেসর ড.  নাজমা বেগম 
অধ্যক্ষ, নীলকান্ত সরকারি কলেজ
কুমিল্লা, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

ট্যাগ