তেহরান বইমেলায় ইরানি শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি (ফটো গ্যালারি)
(last modified Sun, 11 May 2025 12:45:17 GMT )
মে ১১, ২০২৫ ১৮:৪৫ Asia/Dhaka
  • বইমেলায় এসেছে এই ছোট্ট শিশু
    বইমেলায় এসেছে এই ছোট্ট শিশু

পার্স টুডে: “ইরানের জন্য পড়ি” শ্লোগানে তেহরানে অনুষ্ঠিত হচ্ছে ৩৬তম আন্তর্জাতিক বইমেলা।

আগ্রহ নিয়ে বই দেখছে শিশুটি

পার্স টুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি (রহ.)-এর মোসাল্লা (বৃহৎ মসজিদ) প্রাঙ্গণে গত ১৮ থেকে উর্দিবেহেশত (৮ মে) এই মেলা শুরু হয়েছে। চলবে ২৭ উর্দিবেহেশত (১৭ মে) পর্যন্ত।

 বই পড়ছে এই শিশুটি

জানার আগ্রহ ও বই পড়ার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ইরানি শিশু-কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে এই বইমেলায় অংশ নিচ্ছে। মেলায় শিশু-কিশোরদের জন্য নানা ধরনের বই, সাহিত্য, কমিকস ও অংশগ্রহণমূলক কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে।

মেলায় খেলাধুলার ব্যবস্থাও আছে

তেহরান আন্তর্জাতিক বইমেলা সাক্ষরতা প্রসার ও পাঠকের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেও অগ্রণী অবদান রাখছে।

বই সম্পর্কে ধারণা দিচ্ছে দোকানি
হাস্যোজ্জ্বল দুই শিশু
বইমেলার বেলুন হাতে দুই শিশু

পার্সটুডে/এমএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।